ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

১০ মিনিটের আগুনে নিঃস্ব তিন ভাই

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের মতো দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মিলন খান। আগুন আগুন চিৎকারে তার ঘুম ভাঙে। ঘর থেকে বের হতেই চোখ পড়ে রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। ছড়িয়ে পড়া আগুনে বসতবাড়ি ছাড়াও পুড়ে গেছে ৩টি গরু ও ৮০ মণ পেঁয়াজ। মাত্র ১০ মিনিটের আগুনে মিলনসহ তার তিন ভাইকে পথে বসিয়ে দিল।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামে। মিলন খান জানান, আগুনে তার ভাই রাজা খান ও চাচাতো ভাই সাবু খানের রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত রাজা খান বলেন, ‘আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। পরনে থাকা কাপড় ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই।’

প্রতিবেশী মোস্তফা খান জানান, মাত্র ১০ মিনিটের আগুনে তিনটি পরিবার পথে বসেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ^াস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই মিলন, রাজা ও সাবুর রান্নাঘর, গোয়ালঘর, বসতবাড়ি ও গরু পুড়ে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

১০ মিনিটের আগুনে নিঃস্ব তিন ভাই

আপলোড টাইম : ১১:২৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

প্রতিদিনের মতো দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মিলন খান। আগুন আগুন চিৎকারে তার ঘুম ভাঙে। ঘর থেকে বের হতেই চোখ পড়ে রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। ছড়িয়ে পড়া আগুনে বসতবাড়ি ছাড়াও পুড়ে গেছে ৩টি গরু ও ৮০ মণ পেঁয়াজ। মাত্র ১০ মিনিটের আগুনে মিলনসহ তার তিন ভাইকে পথে বসিয়ে দিল।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের কুশবাড়িয়া গ্রামে। মিলন খান জানান, আগুনে তার ভাই রাজা খান ও চাচাতো ভাই সাবু খানের রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত রাজা খান বলেন, ‘আগুন আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। পরনে থাকা কাপড় ছাড়া আর অবশিষ্ট কিছুই নেই।’

প্রতিবেশী মোস্তফা খান জানান, মাত্র ১০ মিনিটের আগুনে তিনটি পরিবার পথে বসেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ^াস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করা হবে। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই মিলন, রাজা ও সাবুর রান্নাঘর, গোয়ালঘর, বসতবাড়ি ও গরু পুড়ে যায়।