ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মুজিবনগরে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ বসতভিটা পুড়ে ছাই

প্রতিবেদক, মুুজিবনগর:
  • আপলোড টাইম : ০৯:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

মুুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর দক্ষিণপাড়ায় তামাক ঘর থেকে আগুন ছড়িয়ে দুই কৃষকের বাড়িঘর, গৃহপালিত পশু ও নগদ টাকা পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর দক্ষিণপাড়ার একটি তামাক ঘরে তামাকপাতা জাল (পুড়ানো) হচ্ছিলো। দুপুরের তপ্ত রোদের সময় হঠাৎ তামাক ঘর দাউ দাউ করে জলে উঠতে শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তামাক ঘর পুড়ে তামাক ঘরের পাশের শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামের বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্রসহ দুই লাখ ২০ হাজার টাকা, পাশের গোয়ালঘরে থাকা একটি গরু, ৭টি ছাগল, ১১টি রাজহাঁস ও ব্যবহারের যাবতীয় কাপড়-চোপড়সহ তিনটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।

শরিফুল ইসলাম ও আজিজুল ইসলাম বলেন, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামিচি শুরু করি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের ঘরে থাকা নগদ টাকাসহ আসবাবপত্র, গবাদি পশুসহ পুরো তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরিফুল ইসলামকে দুই বাইন ঢেউটিন, নগদ অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে। এবং আজিজুল ইসলামকে ১ বাইন ঢেউটিন, নগদ অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে।’ উপজেলা প্রশাসন তাদের পাশে আছে বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগরে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ বসতভিটা পুড়ে ছাই

আপলোড টাইম : ০৯:০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

মুুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের জয়পুর দক্ষিণপাড়ায় তামাক ঘর থেকে আগুন ছড়িয়ে দুই কৃষকের বাড়িঘর, গৃহপালিত পশু ও নগদ টাকা পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর দক্ষিণপাড়ার একটি তামাক ঘরে তামাকপাতা জাল (পুড়ানো) হচ্ছিলো। দুপুরের তপ্ত রোদের সময় হঠাৎ তামাক ঘর দাউ দাউ করে জলে উঠতে শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তামাক ঘর পুড়ে তামাক ঘরের পাশের শরিফুল ইসলাম ও আজিজুল ইসলামের বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্রসহ দুই লাখ ২০ হাজার টাকা, পাশের গোয়ালঘরে থাকা একটি গরু, ৭টি ছাগল, ১১টি রাজহাঁস ও ব্যবহারের যাবতীয় কাপড়-চোপড়সহ তিনটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।

শরিফুল ইসলাম ও আজিজুল ইসলাম বলেন, হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামিচি শুরু করি। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমাদের ঘরে থাকা নগদ টাকাসহ আসবাবপত্র, গবাদি পশুসহ পুরো তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শরিফুল ইসলামকে দুই বাইন ঢেউটিন, নগদ অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে। এবং আজিজুল ইসলামকে ১ বাইন ঢেউটিন, নগদ অর্থসহ শুকনা খাবার দেয়া হয়েছে।’ উপজেলা প্রশাসন তাদের পাশে আছে বলে জানান তিনি।