ইপেপার । আজশুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে প্রণাদেনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটবীজ ও ৬ হাজার কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

গাংনীতে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপলোড টাইম : ০৯:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পাট ও আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার বেলা ১১টায় গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা পরিষদের সভাকক্ষে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত বীজ ও রাসায়নিক সার নিতে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে প্রণাদেনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটবীজ ও ৬ হাজার কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হবে।