ইপেপার । আজশনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে সীমা খাতুন (২৪) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হিজলগাড়ী কাজলাপাড়ায় এ ঘটনা ঘটে। সীমা খাতুন একই এলাকার মিলন হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ছোট ছেলে আনাস ও ভাসুরের ছেলেকে খেতে দেন সীমা। এসময় দুজনকে দুইটা মাছ দেন। তবে সীমার শাশুড়ী একটা মাছ ভেঙে দুজনকে দিতে বলে। এটা নিয়েই কলহ ও ঝগড়া সৃষ্টি হয়। তারই জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন সীমা খাতুন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ডা. শাপলা খাতুন বলেন, জরুরি বিভাগে আনার পর আমরা পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যু

আপলোড টাইম : ১১:২৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় পারিবারিক কলহের জেরে সীমা খাতুন (২৪) নামের এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের হিজলগাড়ী কাজলাপাড়ায় এ ঘটনা ঘটে। সীমা খাতুন একই এলাকার মিলন হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ছোট ছেলে আনাস ও ভাসুরের ছেলেকে খেতে দেন সীমা। এসময় দুজনকে দুইটা মাছ দেন। তবে সীমার শাশুড়ী একটা মাছ ভেঙে দুজনকে দিতে বলে। এটা নিয়েই কলহ ও ঝগড়া সৃষ্টি হয়। তারই জের ধরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন সীমা খাতুন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ডা. শাপলা খাতুন বলেন, জরুরি বিভাগে আনার পর আমরা পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) ময়নাতদন্ত সম্পন্ন হবে।