বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন ফ্যাক্টচেক আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ট্রাক শ্রমিকদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ট্রাক শ্রমিকদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ট্রাক শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা এবং জেলা ট্রাক-ট্যাংকলির শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমান সাদিদ।


সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অহিদুল ইসলাম ঘপা, কায়েশ, জনি, ট্রাক-ট্যাংকলির শ্রমিক ইউনিয়নের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রাকিব, শ্রমিক নেতা আতাউল, টুটুল কানা, মাসুম ড্রাইভার, রনি ড্রাইভার এবং সজল ড্রাইভার। এছাড়াও দেড় শতাধিক শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মিলন মন্ডল। সভায় বক্তারা নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তাহীন দত্তনগর হাইস্কুল