ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসেছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি কার্পাসডাঙ্গায় কবি নজরুলের স্মৃতিময় আটচলা ঘর পরিদর্শন ও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পর বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী কবি নজরুলের স্মৃতিচারণ করে বলেন, ঘুমন্ত বাঙালি জাতিকে কবিতার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম। পরাধীনতার শেকল ছিঁড়ে কীভাবে আপন শক্তিতে জ্বলে উঠতে হয়, তা তিনিই প্রথম জাতিকে শিখিয়েছিলেন। কবি এদেশের নিপীড়িত, শোষিত, নিষ্পেষিত মানুষের মুক্তির কথা লিখে গেছেন। তাইতো কাজী নজরুল জাগরণের কবি, মুক্তির কবি। আজীবন সাম্যের গান গেয়েছেন। ধনী-দরিদ্রের সাম্য, নারী-পুরুষের সাম্য, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে সাম্য ছিল তার লেখনির মূল প্রতিপাদ্য। তাই যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন তার সাহিত্যকর্ম প্রাসঙ্গিক হয়ে থাকবে। এসময় তিনি কার্পাসডাঙ্গার মিশনপল্লীতে নজরুলের স্মৃতিবিজড়িত আটচালা ঘর ও তার স্মৃতিকে আগলে রাখতে সকলের প্রতি অনুরোধ করেন এবং নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি প্রফেসর আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক উর রহমান মাস্টার, কবি নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৈরি আবহাওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বিঘ্নিত

আপলোড টাইম : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হয়েছে। গতকাল শুক্রবার সমাপনী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে তা বিঘ্নিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসেছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি কার্পাসডাঙ্গায় কবি নজরুলের স্মৃতিময় আটচলা ঘর পরিদর্শন ও কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পর বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী কবি নজরুলের স্মৃতিচারণ করে বলেন, ঘুমন্ত বাঙালি জাতিকে কবিতার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন কাজী নজরুল ইসলাম। পরাধীনতার শেকল ছিঁড়ে কীভাবে আপন শক্তিতে জ্বলে উঠতে হয়, তা তিনিই প্রথম জাতিকে শিখিয়েছিলেন। কবি এদেশের নিপীড়িত, শোষিত, নিষ্পেষিত মানুষের মুক্তির কথা লিখে গেছেন। তাইতো কাজী নজরুল জাগরণের কবি, মুক্তির কবি। আজীবন সাম্যের গান গেয়েছেন। ধনী-দরিদ্রের সাম্য, নারী-পুরুষের সাম্য, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টানের মধ্যে সাম্য ছিল তার লেখনির মূল প্রতিপাদ্য। তাই যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন তার সাহিত্যকর্ম প্রাসঙ্গিক হয়ে থাকবে। এসময় তিনি কার্পাসডাঙ্গার মিশনপল্লীতে নজরুলের স্মৃতিবিজড়িত আটচালা ঘর ও তার স্মৃতিকে আগলে রাখতে সকলের প্রতি অনুরোধ করেন এবং নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথ, নজরুল ও বঙ্গবন্ধুকে জানার মাধ্যমে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা কবি নজরুল স্মৃতি সংঘের সভাপতি প্রফেসর আ. গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক উর রহমান মাস্টার, কবি নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল প্রমুখ।