গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার প্রতিবাদ
গাংনীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ- আপলোড টাইম : ১০:১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক স্বেচ্ছাসেবক দলের নেতার গাড়িবহরে হামলা ও দলীয় নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রদল। গতকাল বুধবার দুপুরে গাংনী হাসপাতাল বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, সাবেক ছাত্রদল নেতা শাহিবুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুয়ায়েদ আহমেদ, গাংনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রদল নেতা সোহেল রানা, সংগ্রাম, শাহীন ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গত শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলায় অনুষ্ঠিত এক পথসভা শেষে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যাওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।