ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুদানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন ও দূতাবাসে গুলি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ৩৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সুদানে গৃহযুদ্ধে বিবদমান দুই বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গত ১০ দিনে কমপক্ষে দুইবার গুলির ঘটনা ঘটেছে। গত ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে মেশিনগানের গুলি দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়েছে বলে রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন কূটনৈতিক নিরাপত্তা গ্রম্নপের পরামর্শে রাষ্ট্রদূত গত ২০ এপ্রিল সপরিবারে সাময়িকভাবে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে সরে গেছেন। যাওয়ার পথে অন্তত ২৫টি স্থানে তাদের গাড়ি থামিয়ে তলস্নশি চালানো হয়েছে। একটি স্থানে রাষ্ট্রদূত ও পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামতে বলা হয়। তারা নেমে দাঁড়ান। এরপর তলস্নাশিকারীরা রাষ্ট্রদূত ও তার সুদানি গাড়িচালকের মোবাইল ফোন নিয়ে নেন। পরে গাড়িচালকের কাছ থেকে রাষ্ট্রদূতের পরিচয় জানার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, বুধবার সুদানে বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ বলেন, যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউস অবস্থিত, সেখানে নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বাংলাদেশি কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি। তিনি আরও বলেন, ‘যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি যে, এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম দিকে সম্পন্ন হবে। এখনই সরে যেতে আগ্রহী- আমরা এমন প্রবাসীদের তথ্য সংগ্রহ করছি।’ এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনো চালু রয়েছে। খার্তুমে পরিস্থিতি অপ্রত্যাশিত, যদিও কয়েকটি অঞ্চলে কিছুটা উন্নতির তথ্য পাওয়া যাচ্ছে উলেস্নখ করে তিনি বলেন, ‘আমরা, সব কর্মকর্তা এবং তাদের পরিবার, রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে আছি।’ এর আগে, মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সুদানে বসবাসরত এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিকের সবাইকে প্রথমে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এরপর তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সুদানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন ও দূতাবাসে গুলি

আপলোড টাইম : ০৮:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
সুদানে গৃহযুদ্ধে বিবদমান দুই বাহিনীর সংঘর্ষ চলাকালে রাজধানী খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসভবনে গত ১০ দিনে কমপক্ষে দুইবার গুলির ঘটনা ঘটেছে। গত ১৫ ও ২২ এপ্রিল ভবনগুলোর কয়েকটি স্থানে মেশিনগানের গুলি দেয়াল ও জানালা ভেদ করে ভেতরে এসে পড়েছে বলে রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন কূটনৈতিক নিরাপত্তা গ্রম্নপের পরামর্শে রাষ্ট্রদূত গত ২০ এপ্রিল সপরিবারে সাময়িকভাবে দূতাবাস ও বাসস্থান ছেড়ে কম ঝুঁকিপূর্ণ স্থানে সরে গেছেন। যাওয়ার পথে অন্তত ২৫টি স্থানে তাদের গাড়ি থামিয়ে তলস্নশি চালানো হয়েছে। একটি স্থানে রাষ্ট্রদূত ও পরিবারের সদস্যদের গাড়ি থেকে নামতে বলা হয়। তারা নেমে দাঁড়ান। এরপর তলস্নাশিকারীরা রাষ্ট্রদূত ও তার সুদানি গাড়িচালকের মোবাইল ফোন নিয়ে নেন। পরে গাড়িচালকের কাছ থেকে রাষ্ট্রদূতের পরিচয় জানার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিকে, বুধবার সুদানে বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স তারেক আহমেদ বলেন, যে এলাকায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হাউস অবস্থিত, সেখানে নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বাংলাদেশি কর্মীরা এখন পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে প্রবেশ করতে পারেনি। তিনি আরও বলেন, ‘যদিও কিছুই চূড়ান্ত নয়, আমরা আশা করছি যে, এই মাসের মধ্যে বা আগামী মাসের প্রথম দিকে সম্পন্ন হবে। এখনই সরে যেতে আগ্রহী- আমরা এমন প্রবাসীদের তথ্য সংগ্রহ করছি।’ এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা দেশগুলো তাদের দূতাবাস সরিয়ে নিলেও ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের দূতাবাস এখনো চালু রয়েছে। খার্তুমে পরিস্থিতি অপ্রত্যাশিত, যদিও কয়েকটি অঞ্চলে কিছুটা উন্নতির তথ্য পাওয়া যাচ্ছে উলেস্নখ করে তিনি বলেন, ‘আমরা, সব কর্মকর্তা এবং তাদের পরিবার, রাজধানীর বাইরে একটি নিরাপদ স্থানে আছি।’ এর আগে, মঙ্গলবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, সুদানে বসবাসরত এক হাজার ৫০০ বাংলাদেশি নাগরিকের সবাইকে প্রথমে নিরাপদে অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এরপর তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।