ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিকের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ বিআরটিএ-তে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা প্রশাসন পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা এ অনুষ্ঠানের আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার ফলে সময় বাঁচবে। এ কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্স প্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌঁছানো হবে ডাকের মাধ্যমে। তিনি আরও বলেন, এসব কারণে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না। ভোগান্তি কমার পাশাপাশি দালালের দৌরাত্ম্য বন্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

স্বাগত বক্তব্যে বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ‘নতুন এই কার্যক্রমের ফলে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিবেন। ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। আর ছুটাছুটি খোঁজ নেওয়া কিছুই করা লাগবে না। এমনকি কার্ড নিতেও আসতে হবে না। ঘরে বসেই ডাকযোগে লাইসেন্স পাওয়া যাবে।’

ঝিনাইদহ:

বিআরটিএ ঝিনাইদহের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক প্রশাসক মনিরা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিদর্শক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মেডিকেল আফিসার মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। একদিনেই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়া ও বায়োমেট্রিক করা যাবে। এতে বিআরটিএ’র সকল কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিকের উদ্বোধন

আপলোড টাইম : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ বিআরটিএ-তে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা প্রশাসন পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা এ অনুষ্ঠানের আয়োজন করে। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার ফলে সময় বাঁচবে। এ কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্স প্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌঁছানো হবে ডাকের মাধ্যমে। তিনি আরও বলেন, এসব কারণে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না। ভোগান্তি কমার পাশাপাশি দালালের দৌরাত্ম্য বন্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আলামিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

স্বাগত বক্তব্যে বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী বলেন, ‘নতুন এই কার্যক্রমের ফলে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক করে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিবেন। ওই দিনই ম্যাসেজের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। আর ছুটাছুটি খোঁজ নেওয়া কিছুই করা লাগবে না। এমনকি কার্ড নিতেও আসতে হবে না। ঘরে বসেই ডাকযোগে লাইসেন্স পাওয়া যাবে।’

ঝিনাইদহ:

বিআরটিএ ঝিনাইদহের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের জেলা প্রশাসক প্রশাসক মনিরা বেগম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রথিন্দ্রনাথ রায়, সালমা সেলিম, আরিফুল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিদর্শক এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, মেডিকেল আফিসার মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, বায়োমেট্রিক পদ্ধতি গ্রহণ করায় ড্রাইভিং লাইসেন্স পেতে সাধারণ মানুষকে আর ভোগান্তি পোহাতে হবে না। একদিনেই ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেওয়া ও বায়োমেট্রিক করা যাবে। এতে বিআরটিএ’র সকল কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।