দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যা ৭টায় রঘুনাথপুর চৌরাস্তার মোড়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঘুনাথপুর গ্রামের বিএনপির অন্যতম নেতা ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী, উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম তোতাম ও শামসুল আলম।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রঘুনাথপুর বিএনপি নেতা ইনসান আলী, আব্দুল আলিম ও মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সদস্য আলফাজ্জামান আলফাজ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি কর্মী মোজাম্মেল হক।