ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইনে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ

চুয়াডাঙ্গায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

অনলাইনে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আল শাহরিয়ার প্রান্তকে আটক করেছে চুয়াডাঙ্গা পুলিশ। তাকে চুয়াডাঙ্গার কাঠপট্টি এলাকায় নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের স্কুলশিক্ষক গোলাম মোস্তফার ছেলে। সহপাঠীরা ও পরিবার বলছে, প্রান্ত কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।
ডিঙ্গেদহ বাজার এলাকার দোকানপাট ব্যবসায়ী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ। তবে চুয়াডাঙ্গা সদর থানায় জিজ্ঞাসাবাদের পর গতকাল শুক্রবার ওই শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ। তবে আটককৃত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, তারা সবাই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, কাঠপট্টির মধ্যেকার নাশকতা মামলায় প্রান্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

অনলাইনে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ

চুয়াডাঙ্গায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৪:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

অনলাইনে সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আল শাহরিয়ার প্রান্তকে আটক করেছে চুয়াডাঙ্গা পুলিশ। তাকে চুয়াডাঙ্গার কাঠপট্টি এলাকায় নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রান্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের স্কুলশিক্ষক গোলাম মোস্তফার ছেলে। সহপাঠীরা ও পরিবার বলছে, প্রান্ত কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন।
ডিঙ্গেদহ বাজার এলাকার দোকানপাট ব্যবসায়ী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে চারজন শিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ। তবে চুয়াডাঙ্গা সদর থানায় জিজ্ঞাসাবাদের পর গতকাল শুক্রবার ওই শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ। তবে আটককৃত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, তারা সবাই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, কাঠপট্টির মধ্যেকার নাশকতা মামলায় প্রান্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।