ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আ.লীগ নেতার ভাই

সন্তানকে ফিরে পেতে দিশাহারা প্রবাসী

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১২:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিয়ে উধাও

চুয়াডাঙ্গার জীবননগরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এক নেতার ভাই। এদিকে সন্তান ও স্ত্রীকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন ওই প্রবাসী। গত ১০ দিন আগে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রবাসী শাহীন হোসেন বাড়ি ফিরে আসেন এবং স্ত্রী সন্তানকে ফিরে পেতে জীবননগর থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মিনাজপুর মাঠপাড়ার আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহীনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গত ১০ দিন আগে মোহাম্মদ আলী শাহীনের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান। এই সংবাদ শুনে মালয়েশিয়া প্রবাসী শাহীন দেশে ফিরে আসেন। বাড়িতে ফিরে সন্তানকে না পেয়ে বিদেশ থেকে পাঠানো অর্থ এবং সন্তানকে ফিরে পেতে জীবননগর থানায় অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জমশেদ আলীর ছোট ভাই মোহাম্মদ আলী। তিনি এর আগেও শাহীনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। সেই সময় শাহীন তার সন্তানের কথা ভেবে গ্রামের মন্ডল-মাতব্বরদের সিদ্ধান্তে স্ত্রীকে গ্রহণ করেন। এরপর কয়েকদিন যেতে না যেতেই মোহাম্মদ আলী আবারও গত ১০ দিন আগে শাহীনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। এদিকে, বিষয়টি মীমাংসা করার জন্য মোহাম্মদ আলীর ভাই জমশেদ আলী বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছেন।
এ বিষয়ে শাহীনের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমার স্ত্রী বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই জমশেদ আলী বলেন, ‘আমার ভাইয়ের বিষয়ে আমি কিছু জানি না। তার সব মোবাইল নম্বর বন্ধ, তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না।’
বাঁকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জেনেছ। এটা মীমাংসা করার চেষ্টা চলছে।’ জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজ হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও আ.লীগ নেতার ভাই

সন্তানকে ফিরে পেতে দিশাহারা প্রবাসী

আপলোড টাইম : ১২:১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এক নেতার ভাই। এদিকে সন্তান ও স্ত্রীকে ফিরে পেতে দিশেহারা হয়ে পড়েছেন ওই প্রবাসী। গত ১০ দিন আগে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রবাসী শাহীন হোসেন বাড়ি ফিরে আসেন এবং স্ত্রী সন্তানকে ফিরে পেতে জীবননগর থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মিনাজপুর মাঠপাড়ার আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী শাহীনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গত ১০ দিন আগে মোহাম্মদ আলী শাহীনের স্ত্রীকে নিয়ে উধাও হয়ে যান। এই সংবাদ শুনে মালয়েশিয়া প্রবাসী শাহীন দেশে ফিরে আসেন। বাড়িতে ফিরে সন্তানকে না পেয়ে বিদেশ থেকে পাঠানো অর্থ এবং সন্তানকে ফিরে পেতে জীবননগর থানায় অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জমশেদ আলীর ছোট ভাই মোহাম্মদ আলী। তিনি এর আগেও শাহীনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। সেই সময় শাহীন তার সন্তানের কথা ভেবে গ্রামের মন্ডল-মাতব্বরদের সিদ্ধান্তে স্ত্রীকে গ্রহণ করেন। এরপর কয়েকদিন যেতে না যেতেই মোহাম্মদ আলী আবারও গত ১০ দিন আগে শাহীনের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। এদিকে, বিষয়টি মীমাংসা করার জন্য মোহাম্মদ আলীর ভাই জমশেদ আলী বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছেন।
এ বিষয়ে শাহীনের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘আমার স্ত্রী বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।’
অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার ভাই জমশেদ আলী বলেন, ‘আমার ভাইয়ের বিষয়ে আমি কিছু জানি না। তার সব মোবাইল নম্বর বন্ধ, তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে না।’
বাঁকা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জেনেছ। এটা মীমাংসা করার চেষ্টা চলছে।’ জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজ হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়ার বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।