ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সাংবাদিকের নামে নাশকতার মামলা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে এবার সাংবাদিকের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক বীর জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ বাশারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। যার মামলা নম্বর ১২/২৩।
পুলিশ এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। নাশকতা মামলার ১৯ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক আব্দুল্লাহ বাশারকে। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা এলাকায় নাশকতার জন্য জড়ো হয়। সেখান থেকে ককটেল উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, নাশকতার অভিযোগে ১৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি আছে আরও ১৫-২০ জন।
তিনি বলেন, সাংবাদিক বাশারের নাম বিভ্রাটের কারণে মামলাটি রেকর্ড হয়ে গেছে। কারণ আমরা তাকে খোন্দকার আবুল বাশার নামে চিনি। তাছাড়া এজাহারে যে গণমাধ্যম কর্মীর নাম আছে, আমি বুঝতে পারি নাই। এটা ভুলবশত হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর থানার এক এসআইয়ের মাদক কারবার নিয়ে আব্দুল্লাহ বাশার রিপোর্ট করেন। এ ঘটনায় তাকে রেল পুলিশে বদলি করা হয়। নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে এই মামলা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন।
এদিকে, আব্দুল্লাহ বাশারের বিরুদ্ধে নাশকতা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনোয়ার জাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংবাদিক আলমগীর খান, মঈন উদ্দিন খান, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, রোকুনুজ্জামান ও শওকত আলী।
তারা অবিলম্বে গণমাধ্যম কর্মী আব্দুল্লাহ বাশারের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ বাশার জানান, ‘আমি রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকি না। ষড়যন্ত্র করে আমার নাম মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি আমি কৃষি নিয়ে মাঠে ব্যস্ত থাকি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে সাংবাদিকের নামে নাশকতার মামলা

আপলোড টাইম : ১২:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে এবার সাংবাদিকের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। গত মঙ্গলবার কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক বীর জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ বাশারসহ ১৯ জনকে আসামি করা হয়েছে। যার মামলা নম্বর ১২/২৩।
পুলিশ এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে। নাশকতা মামলার ১৯ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক আব্দুল্লাহ বাশারকে। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা এলাকায় নাশকতার জন্য জড়ো হয়। সেখান থেকে ককটেল উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, নাশকতার অভিযোগে ১৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি আছে আরও ১৫-২০ জন।
তিনি বলেন, সাংবাদিক বাশারের নাম বিভ্রাটের কারণে মামলাটি রেকর্ড হয়ে গেছে। কারণ আমরা তাকে খোন্দকার আবুল বাশার নামে চিনি। তাছাড়া এজাহারে যে গণমাধ্যম কর্মীর নাম আছে, আমি বুঝতে পারি নাই। এটা ভুলবশত হয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, কোটচাঁদপুর থানার এক এসআইয়ের মাদক কারবার নিয়ে আব্দুল্লাহ বাশার রিপোর্ট করেন। এ ঘটনায় তাকে রেল পুলিশে বদলি করা হয়। নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে এই মামলা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কর্মীরা অভিযোগ করেন।
এদিকে, আব্দুল্লাহ বাশারের বিরুদ্ধে নাশকতা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী এনাম আহাম্মদ মৃদুল, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি অশোক দে, সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনোয়ার জাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাংবাদিক আলমগীর খান, মঈন উদ্দিন খান, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, রোকুনুজ্জামান ও শওকত আলী।
তারা অবিলম্বে গণমাধ্যম কর্মী আব্দুল্লাহ বাশারের নাম মামলা থেকে বাদ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে সাংবাদিক আব্দুল্লাহ বাশার জানান, ‘আমি রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকি না। ষড়যন্ত্র করে আমার নাম মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সাংবাদিকতার পাশাপাশি আমি কৃষি নিয়ে মাঠে ব্যস্ত থাকি।’