ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

DSC_0118

মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী-বেতবাড়ীয়া সড়কের নিশিপুর মাঠের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
বামন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় মাঠের কৃষকরা পড়ে থাকতে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কী কারণে কারা তাকে এভাবে ফেলে রেখেছিল, তার রহস্য খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, অচেতন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেতনানাশক কোনো কিছু প্রয়োগের ফলে সে অজ্ঞান হয়ে আছে। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, অচেতন ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি উদ্ধার

আপলোড টাইম : ১১:৫৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা অবস্থায় অচেতন অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী-বেতবাড়ীয়া সড়কের নিশিপুর মাঠের মধ্যে থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
বামন্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অচেতন অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় মাঠের কৃষকরা পড়ে থাকতে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে বামন্দী ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কী কারণে কারা তাকে এভাবে ফেলে রেখেছিল, তার রহস্য খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান জানান, অচেতন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চেতনানাশক কোনো কিছু প্রয়োগের ফলে সে অজ্ঞান হয়ে আছে। তাকে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, অচেতন ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। তবে তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।