ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও কীটনাশক জব্দ

দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌল এলাকার বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় কোকা কোলা ও প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে বেলগাছি রেলগেট এলাকায় অবস্থিত মেসার্স আনিকা ট্রেড ও মেসার্স শাকিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদোত্তীর্ণ এসব পণ্য উদ্ধার হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল রোড ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মুদি দোকান, কীটনাশকসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ আরও জানান, সোমবার রাতে একজন ভোক্তা ফোন করে অভিযোগ দেন যে বেলগাছি রেলগেটে অবস্থিত মেসার্স আনিসা ট্রেড নামক একটি দোকান থেকে একটি কোকাকোলা কোমল পানীয়র বোতল কেনেন তিনি। কোকা কোলা কিছুটা পান করার পর তার মধ্যে অস্বস্তি শুরু হলে তিনি বোতলের গায়ে লেখা মেয়াদ চেক করেন। তিনি দেখেন সেটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। সাথে সাথে তিনি ফোন করে বিষয়টি ভোক্তা অধিকারকে জানান। আজ (গতকাল) দুপুর ১২টার দিকে ওই প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ফ্রিজ ও র‌্যাক থেকে একই ডেটের কোকা কোলাসহ মেয়াদোত্তীর্ণ আরও বেশকিছু কোমল পানীয়র বোতল পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখার অপরাধে প্রতিষ্ঠান মালিক মশিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একই এলাকায় মেসার্স শাকিব ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পূর্বে দুইবার সতর্ক করা স্বত্বেও আইন অমান্য করে ভালো পণ্যের সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানটির মালিক গোলাম মেহেদীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও কীটনাশক জব্দ

দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ২২ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৪:৫১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

চুয়াডাঙ্গা পৌল এলাকার বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় কোকা কোলা ও প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে বেলগাছি রেলগেট এলাকায় অবস্থিত মেসার্স আনিকা ট্রেড ও মেসার্স শাকিব ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানে অভিযানে মেয়াদোত্তীর্ণ এসব পণ্য উদ্ধার হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল রোড ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মুদি দোকান, কীটনাশকসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ আরও জানান, সোমবার রাতে একজন ভোক্তা ফোন করে অভিযোগ দেন যে বেলগাছি রেলগেটে অবস্থিত মেসার্স আনিসা ট্রেড নামক একটি দোকান থেকে একটি কোকাকোলা কোমল পানীয়র বোতল কেনেন তিনি। কোকা কোলা কিছুটা পান করার পর তার মধ্যে অস্বস্তি শুরু হলে তিনি বোতলের গায়ে লেখা মেয়াদ চেক করেন। তিনি দেখেন সেটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। সাথে সাথে তিনি ফোন করে বিষয়টি ভোক্তা অধিকারকে জানান। আজ (গতকাল) দুপুর ১২টার দিকে ওই প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ফ্রিজ ও র‌্যাক থেকে একই ডেটের কোকা কোলাসহ মেয়াদোত্তীর্ণ আরও বেশকিছু কোমল পানীয়র বোতল পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখার অপরাধে প্রতিষ্ঠান মালিক মশিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একই এলাকায় মেসার্স শাকিব ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পূর্বে দুইবার সতর্ক করা স্বত্বেও আইন অমান্য করে ভালো পণ্যের সাথে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানটির মালিক গোলাম মেহেদীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

এসময় সবাইকে যথাযথভাবে আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।