ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

নীতি ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
  • আপলোড টাইম : ০৮:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ২৭ বার পড়া হয়েছে

জীবননগরে যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মাহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্যে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

ইউনিয়নের উন্নয়নের জন্য সমষ্টিগত ও সামাজিকভাবে তুলে ধরা বিভিন্ন দাবি ও সমস্যা গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘সুন্দর সমাজ গঠনে আসুন আমরা বাল্যবিবাহকে না বলি, মাদককে না বলি, জঙ্গিবাদকে না বলি এবং ইভটিজিংকে না বলি। নীতির বিরুদ্ধে গেলেই তা হয় দুর্নীতি। আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। নীতি ও নৈতিকতার বিরুদ্ধে গেলেই আমাদের সন্তানেরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। নীতির বিরুদ্ধে গেলেই অপরকে শ্রদ্ধা ও সম্মান করতে শিখবে না। নীতির বিরুদ্ধে গেলেই একজন ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলার সাহস পায়। নীতি শিখব কোথায়? এই নীতি কে শেখাবে? একজন ছাত্র বা আপনার সন্তান স্কুলে বা বাইরে থাকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৬ ঘণ্টা। বাকি ১৮ ঘণ্টা কোথায় থাকে? পরিবার ও স্বজনদের মধ্যে নিশ্চয়। পরিবার থেকে ভালো শিক্ষা দিতে হবে, তাহলেই সমাজ থেকে ভালো শিক্ষাটা তারা গ্রহণ করতে পারবে। আমাদের সন্তানরা ভালো পথে চললেই ইউনিয়ন ভালো থাকবে, উপজেলা ভালো থাকবে। উপজেলা ভালো থাকলে জেলা ভালো থাকবে, আর জেলা ভালো থাকলে একটি দেশ ও রাষ্ট্র ভালো থাকবে। নীতি ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে।’

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান, কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি মেম্বার দলুরুদ্দীন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস শুকুর সরকার, সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, আলমগীর হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শওকত আলী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ইউপি সচিব মনিরুজ্জামান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেডিকে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি ড. কিসিঞ্জার চাকমা

নীতি ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে

আপলোড টাইম : ০৮:১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

জীবননগরে যৌন হয়রানি, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি প্রতিরোধ, আত্মাহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি, ডেঙ্গু প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্যে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

ইউনিয়নের উন্নয়নের জন্য সমষ্টিগত ও সামাজিকভাবে তুলে ধরা বিভিন্ন দাবি ও সমস্যা গুরুত্বের সঙ্গে দেখার কথা জানিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘সুন্দর সমাজ গঠনে আসুন আমরা বাল্যবিবাহকে না বলি, মাদককে না বলি, জঙ্গিবাদকে না বলি এবং ইভটিজিংকে না বলি। নীতির বিরুদ্ধে গেলেই তা হয় দুর্নীতি। আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। নীতি ও নৈতিকতার বিরুদ্ধে গেলেই আমাদের সন্তানেরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। নীতির বিরুদ্ধে গেলেই অপরকে শ্রদ্ধা ও সম্মান করতে শিখবে না। নীতির বিরুদ্ধে গেলেই একজন ছাত্র শিক্ষকের গায়ে হাত তোলার সাহস পায়। নীতি শিখব কোথায়? এই নীতি কে শেখাবে? একজন ছাত্র বা আপনার সন্তান স্কুলে বা বাইরে থাকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৬ ঘণ্টা। বাকি ১৮ ঘণ্টা কোথায় থাকে? পরিবার ও স্বজনদের মধ্যে নিশ্চয়। পরিবার থেকে ভালো শিক্ষা দিতে হবে, তাহলেই সমাজ থেকে ভালো শিক্ষাটা তারা গ্রহণ করতে পারবে। আমাদের সন্তানরা ভালো পথে চললেই ইউনিয়ন ভালো থাকবে, উপজেলা ভালো থাকবে। উপজেলা ভালো থাকলে জেলা ভালো থাকবে, আর জেলা ভালো থাকলে একটি দেশ ও রাষ্ট্র ভালো থাকবে। নীতি ও নৈতিকতার শিক্ষা পরিবার থেকেই দিতে হবে।’

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান, কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি মেম্বার দলুরুদ্দীন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেডিকে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস শুকুর সরকার, সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, আলমগীর হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শওকত আলী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ইউপি সচিব মনিরুজ্জামান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেডিকে ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান।