ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

কুড়ুলগাছিতে কৃষককে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

দর্শনার কুড়ুলগাছি গ্রামে আব্দুর রহিম (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধ আব্দুর রহিম মাঠপাড়ার মৃত আত্তাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বৃদ্ধ আব্দুর রহিম এশার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় আব্দুল গণির মুদিখানার দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের সামসুজ্জোহার ছেলে আব্দুল জব্বার (২০) তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। এসময় আব্দুর রহিমের চিৎকারে গ্রামবাসী ছুটে গেলে ঘাতক আব্দুল জব্বার সেখান থেকে পালিয়ে যান।

বৃদ্ধ আব্দুল জব্বারের ছেলে খালেকুজ্জামান বলেন, ‘রাতে আতিয়ারের চায়ের দোকানে বসে একটি বন্ধক জমির জন্য একই গ্রামের জিয়াউর রহমান আমাকে ২ লাখ টাকা দেন। এসময় বাবা মসজিদে যাচ্ছিলেন। আমার কাজ থাকায় টাকাগুলো বাবার কাছে দিয়ে আমি চলে যায়। রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি নামাজ পড়ে বেরানোর সময় আব্দুল জব্বার বাবাকে পিটিয়ে তাঁর সঙ্গে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

খালেকুজ্জামান তার পিতার বরাত দিয়ে আরও বলেন, ‘নামাজ পড়ে বের হওয়ার সময় বাবার ফতুয়ার পকেটে টাকাগুলো ছিল। পায়ে হেঁটে তিনি আব্দুল গণির মুদিখানার দোকানের সামনে পৌঁছালে জব্বার তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

বৃদ্ধ আব্দুর রহিমের বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাঠ জাতীয় কিছুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘এমন একটি ঘটনা সম্পর্কে জেনেছি। তবে কোনো অভিযোগ হয়নি, ওনারা সকালে থানায় আসবেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

কুড়ুলগাছিতে কৃষককে পিটিয়ে আহত, হাসপাতালে ভর্তি

আপলোড টাইম : ০৯:২৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

দর্শনার কুড়ুলগাছি গ্রামে আব্দুর রহিম (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধ আব্দুর রহিম মাঠপাড়ার মৃত আত্তাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বৃদ্ধ আব্দুর রহিম এশার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় আব্দুল গণির মুদিখানার দোকানের সামনে পৌঁছালে একই গ্রামের সামসুজ্জোহার ছেলে আব্দুল জব্বার (২০) তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। এসময় আব্দুর রহিমের চিৎকারে গ্রামবাসী ছুটে গেলে ঘাতক আব্দুল জব্বার সেখান থেকে পালিয়ে যান।

বৃদ্ধ আব্দুল জব্বারের ছেলে খালেকুজ্জামান বলেন, ‘রাতে আতিয়ারের চায়ের দোকানে বসে একটি বন্ধক জমির জন্য একই গ্রামের জিয়াউর রহমান আমাকে ২ লাখ টাকা দেন। এসময় বাবা মসজিদে যাচ্ছিলেন। আমার কাজ থাকায় টাকাগুলো বাবার কাছে দিয়ে আমি চলে যায়। রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি নামাজ পড়ে বেরানোর সময় আব্দুল জব্বার বাবাকে পিটিয়ে তাঁর সঙ্গে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।’

খালেকুজ্জামান তার পিতার বরাত দিয়ে আরও বলেন, ‘নামাজ পড়ে বের হওয়ার সময় বাবার ফতুয়ার পকেটে টাকাগুলো ছিল। পায়ে হেঁটে তিনি আব্দুল গণির মুদিখানার দোকানের সামনে পৌঁছালে জব্বার তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। এবং তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

বৃদ্ধ আব্দুর রহিমের বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা বৃদ্ধকে জরুরি বিভাগে নেয়। তার মাথায় ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কাঠ জাতীয় কিছুর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘এমন একটি ঘটনা সম্পর্কে জেনেছি। তবে কোনো অভিযোগ হয়নি, ওনারা সকালে থানায় আসবেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’