ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্যদের মহাসমাবেশ

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে


১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বন্দী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন করার দাবিতে মহাসমাবেশ করেছেন স্বদেশ প্রত্যাবর্তনকারী অবসরপ্রাপ্ত সামরিক সদস্য কল্যাণ কমিটি। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন অনানারী ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ফজলুল হক।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সার্জেন্ট (অব:) রফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ওয়ারেন্ট অফিসার (অব.) মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট (অব.) নূরুল ইসলাম, সার্জেন্ট (অব.) শাহজাহান, সার্জেন্ট (অব.) মিজানুর রহমান, হাসিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওহিদুজ্জামানসহ কমিটির সদস্যবৃন্দ।

মাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিএমএ (কুমিল্লা) সম্মেলনে উক্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন। অথচ অদ্যাবধি সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। একইসাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ পূর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানান বক্তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে প্রাক্তন সশস্ত্র বাহিনীর সদস্যদের মহাসমাবেশ

আপলোড টাইম : ০৮:৪৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪


১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে বন্দী অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন করার দাবিতে মহাসমাবেশ করেছেন স্বদেশ প্রত্যাবর্তনকারী অবসরপ্রাপ্ত সামরিক সদস্য কল্যাণ কমিটি। গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন অনানারী ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ফজলুল হক।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সার্জেন্ট (অব:) রফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন ওয়ারেন্ট অফিসার (অব.) মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট (অব.) নূরুল ইসলাম, সার্জেন্ট (অব.) শাহজাহান, সার্জেন্ট (অব.) মিজানুর রহমান, হাসিনা বেগম ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ওহিদুজ্জামানসহ কমিটির সদস্যবৃন্দ।

মাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিএমএ (কুমিল্লা) সম্মেলনে উক্ত সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেন। অথচ অদ্যাবধি সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি মেলেনি। একইসাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ পূর্বক প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানান বক্তারা।