ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডিসি কিসিঞ্জার চাকমা

সবাই সতর্ক হলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 57.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সফল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কোষাঘাটা ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা উপ-পরিচালক শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রাধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ওয়েভ ফাউন্ডেশন এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক, কলা-কৌশলী এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের বাসায় গিয়ে একটু খোঁজখবর নেন, আসলেই তারা প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছেন কি না।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা চাষ করতে যেয়ে যে কীটনাশক ব্যবহার করেন, সেই কীটনাশক বাসায় যেখানে সেখানে রাখবেন না। রাখলে আপনার বাড়ি ছোট শিশুরা মিষ্টি বলে খেয়ে নিতে পারে। সেই সাথে ফ্যামিলিতে চলতে হলে একটু মনোমালিন্য হতে পারে। এর ফলে অভিমান করে হাতের নাগালে পাওয়া কীটনাশক পান করে আত্মহত্যা করতে পারে। আপনারা একটু সতর্ক হলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে। জানার জন্য আরও একটা তথ্য আপনাদেরকে জানায়, বিগত ১৩ বছরে যত মানুষ আত্মহত্যা করে মারা গেছে, তার ২৮ শতাংশ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তাই আমরা সকলে এর থেকে পরিত্রাণ পেতে হলে কীটনাশক বাসা বাড়িতে নিয়ে আসা যাবে না।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নীলিমা আক্তার হ্যাপি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার ফারুক হালদার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কেতাব আলী ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ডিসি কিসিঞ্জার চাকমা

সবাই সতর্ক হলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে

আপলোড টাইম : ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সফল উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কোষাঘাটা ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা উপ-পরিচালক শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

প্রাধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ওয়েভ ফাউন্ডেশন এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক, কলা-কৌশলী এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের ধন্যবাদ জানাই। সেই সাথে আপনারা যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন, তাদের বাসায় গিয়ে একটু খোঁজখবর নেন, আসলেই তারা প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়েছেন কি না।

কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা চাষ করতে যেয়ে যে কীটনাশক ব্যবহার করেন, সেই কীটনাশক বাসায় যেখানে সেখানে রাখবেন না। রাখলে আপনার বাড়ি ছোট শিশুরা মিষ্টি বলে খেয়ে নিতে পারে। সেই সাথে ফ্যামিলিতে চলতে হলে একটু মনোমালিন্য হতে পারে। এর ফলে অভিমান করে হাতের নাগালে পাওয়া কীটনাশক পান করে আত্মহত্যা করতে পারে। আপনারা একটু সতর্ক হলে আত্মহত্যার প্রবণতা কমে আসবে। জানার জন্য আরও একটা তথ্য আপনাদেরকে জানায়, বিগত ১৩ বছরে যত মানুষ আত্মহত্যা করে মারা গেছে, তার ২৮ শতাংশ কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তাই আমরা সকলে এর থেকে পরিত্রাণ পেতে হলে কীটনাশক বাসা বাড়িতে নিয়ে আসা যাবে না।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান। এসময় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নীলিমা আক্তার হ্যাপি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসার ফারুক হালদার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক কেতাব আলী ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আব্দুস সালাম। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়ক কামরুজ্জামান যুদ্ধ।