ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বেগুন ক্ষেতে মিলল কৃষকের গলাকাটা লাশ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

ঘাস চুরি দেখে ফেলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামের এক কৃষককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পুলিশ তার লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন খেত থেকে উদ্ধার করে। নিহত আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী স্বপ্না খাতুন জানান, গত শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে তার খেত থেকে একজন নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে ওই চোরের সঙ্গে তার বাদানুবাদ হয়। বাড়ি এসে ঘটনাটি স্ত্রী স্বপ্না খাতুনকে জানালেও তিনি চোরের নাম প্রকাশ করেনি। আলমগীর বলেছিল ওই চোর তার হাত-পা ধরে অনুনয় বিনয় করে নাম প্রকাশ করতে বারণ করেন। স্ত্রী স্বপনা খাতুনের ধারণা ওই চোরই তাকে হত্যা করেছে।

নিহতের বড় ভাই পলাশ জানান, অন্য দিনের ন্যায় শনিবার দুপুরেও মাঠে ঘাস পাহারা দিতে গিয়ে তার ভাই আর বাড়ি ফেরেননি। খোঁজাখুজি করতে মাঠে গেলে দেখা যায় মিটুলের বেগুন খেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। তিনি অভিযোগ করেন, ঘাস চুরি দেখে ফেলায় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত আলমগীরের আঁখি খাতুন (১৫) ও সাদিয়া (৮) নামে দুই মেয়ে রয়েছে।

কালীগঞ্জ থানার (এসআই) প্রকাশ কুমার ঘটনাস্থল থেকে জানান, আলমগীর নামের এক কৃষকের গলাকাটা লাশ রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে তাকে হত্যা করা হতে পারে। তার পেছনে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার গলাকাটা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কালীগঞ্জে বেগুন ক্ষেতে মিলল কৃষকের গলাকাটা লাশ

আপলোড টাইম : ১০:০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

ঘাস চুরি দেখে ফেলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামের এক কৃষককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে পুলিশ তার লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন খেত থেকে উদ্ধার করে। নিহত আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী স্বপ্না খাতুন জানান, গত শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে তার খেত থেকে একজন নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাচ্ছেন। এ নিয়ে ওই চোরের সঙ্গে তার বাদানুবাদ হয়। বাড়ি এসে ঘটনাটি স্ত্রী স্বপ্না খাতুনকে জানালেও তিনি চোরের নাম প্রকাশ করেনি। আলমগীর বলেছিল ওই চোর তার হাত-পা ধরে অনুনয় বিনয় করে নাম প্রকাশ করতে বারণ করেন। স্ত্রী স্বপনা খাতুনের ধারণা ওই চোরই তাকে হত্যা করেছে।

নিহতের বড় ভাই পলাশ জানান, অন্য দিনের ন্যায় শনিবার দুপুরেও মাঠে ঘাস পাহারা দিতে গিয়ে তার ভাই আর বাড়ি ফেরেননি। খোঁজাখুজি করতে মাঠে গেলে দেখা যায় মিটুলের বেগুন খেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। তিনি অভিযোগ করেন, ঘাস চুরি দেখে ফেলায় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত আলমগীরের আঁখি খাতুন (১৫) ও সাদিয়া (৮) নামে দুই মেয়ে রয়েছে।

কালীগঞ্জ থানার (এসআই) প্রকাশ কুমার ঘটনাস্থল থেকে জানান, আলমগীর নামের এক কৃষকের গলাকাটা লাশ রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে তাকে হত্যা করা হতে পারে। তার পেছনে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার গলাকাটা হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।