ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় ২৫ কৃষকের কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারের রাজনীতি নিয়ে শীর্ষে থাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার ২৫ কৃষকের চল্লিশ বিঘা জমির কলা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। কলাগাছ বিনষ্ট হওয়ায় কৃষকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইচ উদ্দিনের সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আব্দুল হান্নানের সমর্থকদের কলাগাছ কাটা হয়েছে বলে গ্রামবাসী মনে করছে। যোগীপাড়া গ্রামের কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি তার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। তিনি এখন সর্বস্বান্ত বলে জানান।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, তাদের গ্রামের অন্তত ২৫ জন কৃষকের জমির কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। কৃষক কামরুল ইসলাম জানান, তাদের এত বড় ক্ষতি করেছে যা পূরণ হওয়ার নয়। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ রইচ উদ্দেীন ও মতিয়ারের লোকজন রাতের আধারে এই ফসল নষ্ট করেছে।

বিষয়টি নিয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানান, সংবাদ পাওয়ার পর সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছে সামাজিব দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় ২৫ কৃষকের কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড টাইম : ১০:০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারের রাজনীতি নিয়ে শীর্ষে থাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এবার ২৫ কৃষকের চল্লিশ বিঘা জমির কলা গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। কলাগাছ বিনষ্ট হওয়ায় কৃষকেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সাথে রইচ উদ্দিনের সমর্থকদের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আব্দুল হান্নানের সমর্থকদের কলাগাছ কাটা হয়েছে বলে গ্রামবাসী মনে করছে। যোগীপাড়া গ্রামের কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি তার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। তিনি এখন সর্বস্বান্ত বলে জানান।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, তাদের গ্রামের অন্তত ২৫ জন কৃষকের জমির কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। কৃষক কামরুল ইসলাম জানান, তাদের এত বড় ক্ষতি করেছে যা পূরণ হওয়ার নয়। তিনি অভিযোগ করেন প্রতিপক্ষ রইচ উদ্দেীন ও মতিয়ারের লোকজন রাতের আধারে এই ফসল নষ্ট করেছে।

বিষয়টি নিয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানান, সংবাদ পাওয়ার পর সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছে সামাজিব দ্বন্দ্বের কারণে এই ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পুলিশ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।