ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১০:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষেণা করেন। নিহত শাহিন আলম বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে।

      স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নিজ বাড়ির গোসল করছিলেন শাহিন আলম। গোসলের এক পর্যায়ে বৈদ্যুতিক পানির পাম্পের সুইচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এসময় পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শাহিন আলমকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুজ্জামান বলেন, জরুরি বিভাগে শাহিন আলমকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান গোসলের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপলোড টাইম : ১০:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলায় গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘাষেণা করেন। নিহত শাহিন আলম বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়ার রেজাউল হকের ছেলে।

      স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নিজ বাড়ির গোসল করছিলেন শাহিন আলম। গোসলের এক পর্যায়ে বৈদ্যুতিক পানির পাম্পের সুইচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এসময় পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শাহিন আলমকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুজ্জামান বলেন, জরুরি বিভাগে শাহিন আলমকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানান গোসলের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়।