ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজহাঁস ফিরে পেতে মাইকিং!

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে হারানো রাজহাঁস ফিরে পেতে মাইকিং করেছেন এক ভ্যানচালক। গতকাল শনিবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার মাইলমারী এলাকায় পাখিভ্যানযোগে মাইকিং করে রাজহাঁস হরিয়েছে ও তা ফিরে পেতে মাইকিং করে বিজ্ঞপ্তি প্রচার করতে দেখা যায়। গ্রামবাসীদের মধ্যে হাঁস হারানোর বিষয়টি স্বাভাবিক হলেও সেই হাঁস ফিরে পেতে মাইকিং করার ঘটনাটি রীতিমত আলোচনার সৃষ্টি করেছে।

জানা গেছে, গত শুক্রবার গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক আখতারুল ইসলামের একটি রাজহাঁস হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি মাইকিং করার উদ্যোগ নেন।

আখতারুল ইসলাম জানান, শখের বসে হাঁসটি দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলেন তিনি। বাড়ির পাশের পুকুর থেকে হাঁসটি হারানোর পর তিনি দিশেহারা হয়ে পড়েন। হাঁনটি খুঁজে পেতে তিনি মাইকিংয়ের উদ্যোগ নেন। তিনি বলেন, রাজহাঁসটির বাজর মূল্য প্রায় ২ হাজার টাকা। কিন্তু হাঁসটি তার শখের ছিল।

মাইকিংয়ের ঘটনায় গ্রামবাসীরা জানান, রাজহাঁস চুরি এখন লক্ষ্মীনারায়ণপুর, মাইলমারী, হিন্দা ও নওপাড়াসহ গাংনীর বিভিন্ন গ্রামের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু হাঁস খুঁজে পেতে মাইকিং করায় গ্রামবাসীর মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

রাজহাঁস ফিরে পেতে মাইকিং!

আপলোড টাইম : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

মেহেরপুরের গাংনীতে হারানো রাজহাঁস ফিরে পেতে মাইকিং করেছেন এক ভ্যানচালক। গতকাল শনিবার রাত ৮টার দিকে গাংনী উপজেলার মাইলমারী এলাকায় পাখিভ্যানযোগে মাইকিং করে রাজহাঁস হরিয়েছে ও তা ফিরে পেতে মাইকিং করে বিজ্ঞপ্তি প্রচার করতে দেখা যায়। গ্রামবাসীদের মধ্যে হাঁস হারানোর বিষয়টি স্বাভাবিক হলেও সেই হাঁস ফিরে পেতে মাইকিং করার ঘটনাটি রীতিমত আলোচনার সৃষ্টি করেছে।

জানা গেছে, গত শুক্রবার গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের পূর্বপাড়ার ভ্যানচালক আখতারুল ইসলামের একটি রাজহাঁস হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তিনি মাইকিং করার উদ্যোগ নেন।

আখতারুল ইসলাম জানান, শখের বসে হাঁসটি দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলেন তিনি। বাড়ির পাশের পুকুর থেকে হাঁসটি হারানোর পর তিনি দিশেহারা হয়ে পড়েন। হাঁনটি খুঁজে পেতে তিনি মাইকিংয়ের উদ্যোগ নেন। তিনি বলেন, রাজহাঁসটির বাজর মূল্য প্রায় ২ হাজার টাকা। কিন্তু হাঁসটি তার শখের ছিল।

মাইকিংয়ের ঘটনায় গ্রামবাসীরা জানান, রাজহাঁস চুরি এখন লক্ষ্মীনারায়ণপুর, মাইলমারী, হিন্দা ও নওপাড়াসহ গাংনীর বিভিন্ন গ্রামের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু হাঁস খুঁজে পেতে মাইকিং করায় গ্রামবাসীর মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।