ইপেপার । আজ শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার শহরের কলেজ রোডস্থ রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আসিফ আরাফাত বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো অনগ্রসর গোষ্ঠীর একটি পরিবার একবার যদি কোটা সুবিধা পায়, তাহলে পরবর্তীতে ওই পরিবারে আর কেউ ওই সুবিধা পান না। বাংলাদেশেও এভাবে কোটা সংস্কার করা যেতে পারে। কোনো মুক্তিযোদ্ধা পরিবারের নাতি-পুতি একবার এই সুযোগ পেলে আর কেউ পাবেন না।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাহমিদ হোসেন বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

আপলোড টাইম : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

কোটা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গার জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল শনিবার শহরের কলেজ রোডস্থ রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লঙ্ঘন বলে মন্তব্য করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আসিফ আরাফাত বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো অনগ্রসর গোষ্ঠীর একটি পরিবার একবার যদি কোটা সুবিধা পায়, তাহলে পরবর্তীতে ওই পরিবারে আর কেউ ওই সুবিধা পান না। বাংলাদেশেও এভাবে কোটা সংস্কার করা যেতে পারে। কোনো মুক্তিযোদ্ধা পরিবারের নাতি-পুতি একবার এই সুযোগ পেলে আর কেউ পাবেন না।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাহমিদ হোসেন বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন।