ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে এক রাতে দুই দোকান ও বসতবাড়িতে চোরের হানা

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০২:১৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া চুরি করতে একটি বসতবাড়িতে প্রবেশ করেও ধরার পরার হাত থেকে রক্ষা পেয়ে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের টেংরামারীপাড়া ও চকপাড়ায় এ ঘটনা ঘটে। চোররা দুটি দোকানে চুরি করতে পারলেও ওই বসতবাড়ি থেকে চুরি করতে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় টেংরামারীপাড়ার সজিবের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোররা দোকানে থাকা নগদ ৮ হাজার টাকা ও একটি টেলিভিশনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। এদিকে একই রাতে ওই এলাকা চকপাড়ার মুদি ব্যবসায়ী আশিকের দোকানেও চুরি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এই দোকান থেকেও ৩ হাজার টাকার ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়েছে।

অপরদিকে, একই রাতে উপজেলার বিলপাড়ার মৎস্য ব্যবসায়ী মিনহাজ উদ্দীনের বাড়িতে চুরির চেষ্টা চালায় চোরেরা। চোরচক্র ঘরে ঢুকলে ঘুম ভেঙে যায় মিনহাজ উদ্দীনের স্ত্রীর। এসময় তিনি চিৎকার করলে চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা একটি সংঘবদ্ধ চোরের দলই ৩টি স্থানে হানা দিয়ে থাকতে পারে।

মিনহাজ উদ্দীন বলেন, আমার স্ত্রী ঘরের মধ্যে একাধিক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। এসময় তারা কৌশলে পালিয়ে যায়। স্থানীয় মেম্বার নবিছদ্দীনের সাথে আলাপ করে থানায় লিখিত অভিযোগ দেব।

একই রাতে তিন দোকানে চুরির বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, থানায় কোনো অভিযোগ হয়নি। চুরির ঘটনা সম্পর্কে তিনি জানতেনও না। ওসি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলার মাইলমারীসহ বিভিন্ন এলাকায় চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৫ জুন সকালে মাইলমারী গ্রামের সর্দারপাড়া থেকে শফিউদ্দীনের একটি ছাগল চুরি হয়। ২৮ জুন বেলা ১১ টার দিকে একই এলাকার মেসার্স মুজিব এন্টার প্রাইজ থেকে চুরি হয় মোবাইল ফোন। এছাড়া ঈদুল আজহার পর থেকে মাইলমারী গ্রাম থেকে টিউবওয়েল, বাইসাইকেল, রাজহাঁস, চায়ের দোকানের টিভি, ছাগল চুরির ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন পাখিভ্যান ও মোটরসাইকেলযোগে মাদকসেবীরা সঙ্গবদ্ধ হয়ে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ দু-একজনকে আটক করলেও চুরির ঘটনা থামছে না।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে এক রাতে দুই দোকান ও বসতবাড়িতে চোরের হানা

আপলোড টাইম : ০২:১৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলায় একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া চুরি করতে একটি বসতবাড়িতে প্রবেশ করেও ধরার পরার হাত থেকে রক্ষা পেয়ে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের টেংরামারীপাড়া ও চকপাড়ায় এ ঘটনা ঘটে। চোররা দুটি দোকানে চুরি করতে পারলেও ওই বসতবাড়ি থেকে চুরি করতে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় টেংরামারীপাড়ার সজিবের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। চোররা দোকানে থাকা নগদ ৮ হাজার টাকা ও একটি টেলিভিশনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। এদিকে একই রাতে ওই এলাকা চকপাড়ার মুদি ব্যবসায়ী আশিকের দোকানেও চুরি হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এই দোকান থেকেও ৩ হাজার টাকার ও বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি হয়েছে।

অপরদিকে, একই রাতে উপজেলার বিলপাড়ার মৎস্য ব্যবসায়ী মিনহাজ উদ্দীনের বাড়িতে চুরির চেষ্টা চালায় চোরেরা। চোরচক্র ঘরে ঢুকলে ঘুম ভেঙে যায় মিনহাজ উদ্দীনের স্ত্রীর। এসময় তিনি চিৎকার করলে চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা একটি সংঘবদ্ধ চোরের দলই ৩টি স্থানে হানা দিয়ে থাকতে পারে।

মিনহাজ উদ্দীন বলেন, আমার স্ত্রী ঘরের মধ্যে একাধিক ব্যক্তির উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন। এসময় তারা কৌশলে পালিয়ে যায়। স্থানীয় মেম্বার নবিছদ্দীনের সাথে আলাপ করে থানায় লিখিত অভিযোগ দেব।

একই রাতে তিন দোকানে চুরির বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, থানায় কোনো অভিযোগ হয়নি। চুরির ঘটনা সম্পর্কে তিনি জানতেনও না। ওসি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, উপজেলার মাইলমারীসহ বিভিন্ন এলাকায় চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৫ জুন সকালে মাইলমারী গ্রামের সর্দারপাড়া থেকে শফিউদ্দীনের একটি ছাগল চুরি হয়। ২৮ জুন বেলা ১১ টার দিকে একই এলাকার মেসার্স মুজিব এন্টার প্রাইজ থেকে চুরি হয় মোবাইল ফোন। এছাড়া ঈদুল আজহার পর থেকে মাইলমারী গ্রাম থেকে টিউবওয়েল, বাইসাইকেল, রাজহাঁস, চায়ের দোকানের টিভি, ছাগল চুরির ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন পাখিভ্যান ও মোটরসাইকেলযোগে মাদকসেবীরা সঙ্গবদ্ধ হয়ে এসব চুরির ঘটনা ঘটাচ্ছে। পুলিশ দু-একজনকে আটক করলেও চুরির ঘটনা থামছে না।