ইপেপার । আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় আ.লীগ নেতা মফিজ-ফারুকের দ্বন্দ্ব

বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাট

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার এই হামলার ঘটনা ঘটে। ঘুমন্ত পরিবারের ওপর হামলায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও মফিজ উদ্দিন শামীম হোসেন মোল্লার সমর্থক ছিলেন। উপজেলা চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা মন্নু নির্বাচিত হওয়ার পর থেকেই ফারুক সমর্থকরা মফিজ উদ্দিনের সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামের ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

শৈলকুপায় আ.লীগ নেতা মফিজ-ফারুকের দ্বন্দ্ব

বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাট

আপলোড টাইম : ১০:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার এই হামলার ঘটনা ঘটে। ঘুমন্ত পরিবারের ওপর হামলায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফারুক হোসেন জয়ী চেয়ারম্যান প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু ও মফিজ উদ্দিন শামীম হোসেন মোল্লার সমর্থক ছিলেন। উপজেলা চেয়ারম্যান পদে মোস্তফা আরিফ রেজা মন্নু নির্বাচিত হওয়ার পর থেকেই ফারুক সমর্থকরা মফিজ উদ্দিনের সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়ে আসছে।

তিনি আরও বলেন, এ ঘটনার জের ধরে শনিবার রাতে শেখড়া গ্রামের ফারুকের সমর্থক আমোদ ফকির ও গিয়াস বিশ্বাসের লোকজন মফিজের সমর্থক শাহাদাৎ শেখ, মনিরুল শেখ, আবু কালাম, গফুর মোল্লা, মজিবর শেখ, আজিবর শেখসহ ১০ জনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পুলিশ রাতেই গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।