ইপেপার । আজশনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ভূমি কর, ই-নামজারিসহ পাওয়া যাবে বিভিন্ন সেবা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে


সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এই ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ বছর ভূমিসেবা সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি সাহিত্য মঞ্চে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ডিজিটাল বাংলাদেশ সেদিন হলো, যেদিন থেকেই ভূমি ব্যবস্থাপনা শুরু হলো। জমির মালিকরা ঘরে বসেই আবেদন করেই সব কাজ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা ওইভাবে ছিল না। কালক্রমে ১৮৭৫ সালে সার্ভে অ্যাক্ট চালু হয়। ভূমির খাজনা নিতে দাখিলা লাগবে না। রেজিস্ট্রেশন করলে নিজেরা ঘরে বসেই খাজনা দিতে পারবেন। মিউটেশন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলেও সেবা পাবেন। সেবা সহজিকরণ করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এটাই আশা করব।

তিনি আরও বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের ফটোকপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি। সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সম্ভব হবে না। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন। ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ এবং সেবা নিতে ডিসি সাহিত্য মঞ্চের স্টলে সেবা প্রত্যাশীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তারা। এদিন ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় দল।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ভূমিসেবা সপ্তাহের ওপর কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, তথ্য অফিসার স্নিগ্ধা দাস ও পল্লী সঞ্চয় ব্যাংকের শেফালী বেগম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ওসিসি প্রোগ্রামার অফিসার হিরোজ কবির, সাবেক যুবলীগ নেতা আহসান উল্লাহ, জেহালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দিন, হারদীর ঈশা খান, গোকুলখালীর মিজানুর রহমান, ডাউকির মতিয়ার রহমান ও পৌরসভার মিনারুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শারিকা আমিন, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী মারজান বুশরা ও তৃতীয় হয়েছে সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুঞ্জ।

দামুড়হুদা:
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কোনো নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে। এ উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসার মাহতাব উদ্দীন ও দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি অফিসার পান্না মিয়া।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির মহিদুল ইসলাম, ছাব্বির হোসেন, সদর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মতিউল হক, আবুল হাসেম, হাউলি ইউনিয়ন ভূমি অফিসার রকিকুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশীরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোনো নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোনো সময়ক্ষেপণ ছাড়া ও হয়রানি মুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বাচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি, সময়ের ব্যবধানে স্বশরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের স্লোগান ছিল ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, বীর মুক্তিযোদ্ধা আরশাফ আলী ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সালাউদ্দিন কাজল।

মুজিবনগর:
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা সপ্তাহ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্নের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সভা শেষে ২০ জনের হাতে খারিজের খতিয়ান কফি তুলে দেন অতিথিবৃন্দ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি অ্যাড. বিকাশ কুমার প্রমুখ বক্তব্য দেন।
আয়োজকরা জানান, জেলা শহর ছাড়াও বাকি উপজেলাগুলোতে একই সাথে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী এক সপ্তাহ ভূমি উন্নয়ন কর, ই-নামজারীর আবেদন, নিষ্পত্তিসহ জমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ভূমি কর, ই-নামজারিসহ পাওয়া যাবে বিভিন্ন সেবা

আপলোড টাইম : ০৮:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪


সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক আয়োজনে এই ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ বছর ভূমিসেবা সপ্তাহের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি সাহিত্য মঞ্চে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ডিজিটাল বাংলাদেশ সেদিন হলো, যেদিন থেকেই ভূমি ব্যবস্থাপনা শুরু হলো। জমির মালিকরা ঘরে বসেই আবেদন করেই সব কাজ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনা ওইভাবে ছিল না। কালক্রমে ১৮৭৫ সালে সার্ভে অ্যাক্ট চালু হয়। ভূমির খাজনা নিতে দাখিলা লাগবে না। রেজিস্ট্রেশন করলে নিজেরা ঘরে বসেই খাজনা দিতে পারবেন। মিউটেশন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গেলেও সেবা পাবেন। সেবা সহজিকরণ করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এটাই আশা করব।

তিনি আরও বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজের ১ কপি ছবি, নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের ফটোকপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি। সংশ্লিষ্ট ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সম্ভব হবে না। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন। ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ এবং সেবা নিতে ডিসি সাহিত্য মঞ্চের স্টলে সেবা প্রত্যাশীদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তারা। এদিন ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ডিসি সাহিত্য মঞ্চে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় দল।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে ভূমিসেবা সপ্তাহের ওপর কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, তথ্য অফিসার স্নিগ্ধা দাস ও পল্লী সঞ্চয় ব্যাংকের শেফালী বেগম। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ওসিসি প্রোগ্রামার অফিসার হিরোজ কবির, সাবেক যুবলীগ নেতা আহসান উল্লাহ, জেহালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দিন, হারদীর ঈশা খান, গোকুলখালীর মিজানুর রহমান, ডাউকির মতিয়ার রহমান ও পৌরসভার মিনারুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শারিকা আমিন, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী মারজান বুশরা ও তৃতীয় হয়েছে সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুঞ্জ।

দামুড়হুদা:
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কোনো নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে ভূমিসেবা সপ্তাহ ১৪ জুন পর্যন্ত চলবে। এ উপলক্ষে র‌্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চৌরাস্তার মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে চুয়াডাঙ্গা জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থিকে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসার মাহতাব উদ্দীন ও দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি অফিসার পান্না মিয়া।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির মহিদুল ইসলাম, ছাব্বির হোসেন, সদর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক মতিউল হক, আবুল হাসেম, হাউলি ইউনিয়ন ভূমি অফিসার রকিকুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বস্তরের ভূমি সেবা প্রত্যাশীরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদন, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোনো নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোনো সময়ক্ষেপণ ছাড়া ও হয়রানি মুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বাচ্ছন্দে সেবা নিতে পারছেন। আমরা আশা করছি, সময়ের ব্যবধানে স্বশরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়সহ সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।

জীবননগর:
জীবননগরে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের স্লোগান ছিল ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা আক্তার রিতা, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু, বীর মুক্তিযোদ্ধা আরশাফ আলী ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সালাউদ্দিন কাজল।

মুজিবনগর:
‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিবনগর অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা সপ্তাহ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্নের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। সভা শেষে ২০ জনের হাতে খারিজের খতিয়ান কফি তুলে দেন অতিথিবৃন্দ।

ঝিনাইদহ:
ঝিনাইদহে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী, ঝিনাইদহ আদালতের এপিপি অ্যাড. বিকাশ কুমার প্রমুখ বক্তব্য দেন।
আয়োজকরা জানান, জেলা শহর ছাড়াও বাকি উপজেলাগুলোতে একই সাথে এ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আগামী এক সপ্তাহ ভূমি উন্নয়ন কর, ই-নামজারীর আবেদন, নিষ্পত্তিসহ জমি সংক্রান্ত নানা সেবা প্রদান করা হবে।