ইপেপার । আজ শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন

৩ আগস্ট দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে


চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা তাদের কাগজপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আশরাফ আলী।
এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন হয়েছে। সকল সদস্যের মতামত সাপেক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩ জুন সোমবার সকাল ১০টায় খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসরা ভোটার তালিকার ওপর ৫ জুন বুধবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত নির্বাচনী বোর্ডের নিকট আপত্তি দাখিল করতে হবে। আপত্তি শুনানি ও নিস্পত্তি ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ জুন রোববার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ১০ জুন সোমবার থেকে ১২ জুন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল ১৫ জুন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সচিবের নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাঁছাইয়ের তারিখ ২০ জুন বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় প্রার্থী সমর্থক প্রস্তাবকারী উপস্থিত থাকতে পারবে।
বাছাইকৃত মনোনয়নপত্রের ওপর কারো কোনো আপত্তি থাকলে ২১ জুন শুক্রবার বেলা ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনের অনুকূলে ৭ হাজার টাকা (অফেরতযোগ্য) ফিস জমা দিয়ে লিখিতভাবে আবেদনসহ আপিল বোর্ডের নিকট দাখিল করতে হবে এবং একই দিন সন্ধ্যা ৭টার মধ্যে বৈধ মনোনয়নপত্র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন রোববার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা চেম্বার ভবনে গোপণ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন

৩ আগস্ট দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ

আপলোড টাইম : ০৯:১৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪


চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সাধারণ সদস্য ও সহযোগী সদস্যরা তাদের কাগজপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আশরাফ আলী।
এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ দ্বি-বার্ষিক নির্বাচনের হালনাগাদ কাগজপত্র জমাদান সম্পন্ন হয়েছে। সকল সদস্যের মতামত সাপেক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩ জুন সোমবার সকাল ১০টায় খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসরা ভোটার তালিকার ওপর ৫ জুন বুধবার সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত নির্বাচনী বোর্ডের নিকট আপত্তি দাখিল করতে হবে। আপত্তি শুনানি ও নিস্পত্তি ৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ জুন রোববার সন্ধ্যা ৬টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ১০ জুন সোমবার থেকে ১২ জুন বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল ১৫ জুন শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সচিবের নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাঁছাইয়ের তারিখ ২০ জুন বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসময় প্রার্থী সমর্থক প্রস্তাবকারী উপস্থিত থাকতে পারবে।
বাছাইকৃত মনোনয়নপত্রের ওপর কারো কোনো আপত্তি থাকলে ২১ জুন শুক্রবার বেলা ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনের অনুকূলে ৭ হাজার টাকা (অফেরতযোগ্য) ফিস জমা দিয়ে লিখিতভাবে আবেদনসহ আপিল বোর্ডের নিকট দাখিল করতে হবে এবং একই দিন সন্ধ্যা ৭টার মধ্যে বৈধ মনোনয়নপত্র প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন রোববার বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং একই দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা চেম্বার ভবনে গোপণ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।