ইপেপার । আজশনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

লাঠি ভর দিয়ে এসে ভোট দিতে পেরে খুশি শতবর্ষী বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (0.49907407, 0.49907407); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 92.35162; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

চুয়াডাঙ্গা সদর উপজেলায় লাঠিতে ভর করে ভোট দিয়েছেন শত বছর বয়সী বৃদ্ধ পীর বক্স। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এই উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সকাল সাড়ে নয়টায় ভোটার স্লিপ হাতে নিয়ে লাঠিতে ভর করে কেন্দ্রে পৌঁছান শতবর্ষী পীর বক্স। তিনি গাড়াবাড়িয়া বাগানপাড়ার মৃত উমান আলী মন্ডলের ছেলে।

সরেজমিন দেখা যায়, ভোট দিতে লাঠিতে ভর করেই পীর বক্স সদর উপজেলা নির্বাচনের ৪৯ নম্বর ভোট কেন্দ্রে আসেন। এসময় একজন আনসার সদস্য তার হাত ধরে ভোটকক্ষে নিয়ে যান। পরে নিজেই গোপনকক্ষে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট পেপার বাক্সে ফেলেন। এবং ভোট প্রয়োগ শেষে হাসিমুখে কেন্দ্র থেকে বের হন।

ভোট দিয়ে তিনি জানান, এক ভাইস চেয়ারম্যান প্রার্থী বাড়িতে গিয়ে তার কাছে ভোট চেয়েছেন। কথা রাখতে তিনি ভোট দিতে এসেছেন। তবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যনকেই নয়, চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকেও ভোট দিয়েছেন। পীর বক্স বলেন, ‘কানে একটু কম শুনি। বয়স ১০০ বছর হয়েছে। লাঠিতে ভর দিয়ে চলাচল করতে কষ্ট হয়, এরপরেও নিজের ভোট নষ্ট করতে চাইনি। নিজের পছন্দের তিনজন প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আর ক’বছর বাঁচবো, তাতো জানি না। তাই একটু কষ্ট হলেও ভোট দিতে পেরে ভালো লাগছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লাঠি ভর দিয়ে এসে ভোট দিতে পেরে খুশি শতবর্ষী বৃদ্ধ

আপলোড টাইম : ০৮:৩৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলায় লাঠিতে ভর করে ভোট দিয়েছেন শত বছর বয়সী বৃদ্ধ পীর বক্স। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এই উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সকাল সাড়ে নয়টায় ভোটার স্লিপ হাতে নিয়ে লাঠিতে ভর করে কেন্দ্রে পৌঁছান শতবর্ষী পীর বক্স। তিনি গাড়াবাড়িয়া বাগানপাড়ার মৃত উমান আলী মন্ডলের ছেলে।

সরেজমিন দেখা যায়, ভোট দিতে লাঠিতে ভর করেই পীর বক্স সদর উপজেলা নির্বাচনের ৪৯ নম্বর ভোট কেন্দ্রে আসেন। এসময় একজন আনসার সদস্য তার হাত ধরে ভোটকক্ষে নিয়ে যান। পরে নিজেই গোপনকক্ষে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ব্যালট পেপার বাক্সে ফেলেন। এবং ভোট প্রয়োগ শেষে হাসিমুখে কেন্দ্র থেকে বের হন।

ভোট দিয়ে তিনি জানান, এক ভাইস চেয়ারম্যান প্রার্থী বাড়িতে গিয়ে তার কাছে ভোট চেয়েছেন। কথা রাখতে তিনি ভোট দিতে এসেছেন। তবে শুধুমাত্র ভাইস চেয়ারম্যনকেই নয়, চেয়ারম্যান প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকেও ভোট দিয়েছেন। পীর বক্স বলেন, ‘কানে একটু কম শুনি। বয়স ১০০ বছর হয়েছে। লাঠিতে ভর দিয়ে চলাচল করতে কষ্ট হয়, এরপরেও নিজের ভোট নষ্ট করতে চাইনি। নিজের পছন্দের তিনজন প্রার্থীকেই ভোট দিতে পেরেছি। আর ক’বছর বাঁচবো, তাতো জানি না। তাই একটু কষ্ট হলেও ভোট দিতে পেরে ভালো লাগছে।’