ইপেপার । আজশনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মধুমালা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মধুমালা আলমডাঙ্গার বারাদী ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাবুল মিয়া তার স্ত্রী মধুমালাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে সোনাতনপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করতে চেষ্টা করেন। এসময় একটি ট্রাকের পেছনে বেধে মধুমালা মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মধুমালাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রাজশাহী নেওয়ার আগে বেলা দেড়টার দিকে সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রাকচাপায় নারীর মৃত্যু

আপলোড টাইম : ০৮:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মধুমালা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের সোনাতনপুর সড়কে স্বামীর মোটরসাইকেল থেকে রাস্তার ওপর পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মধুমালা আলমডাঙ্গার বারাদী ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাবুল মিয়া তার স্ত্রী মধুমালাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে সোনাতনপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাককে ওভারটেক করতে চেষ্টা করেন। এসময় একটি ট্রাকের পেছনে বেধে মধুমালা মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মধুমালাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রাজশাহী নেওয়ার আগে বেলা দেড়টার দিকে সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।