ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধার নেওয়া কিটনাশক স্প্রে ভেঙে ফেলাকে কেন্দ্র করে নূর ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার কুমারী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম নুর ইসলামকে উদ্ধার করে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সে গ্রামের কুমারী ফরায়েজিপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলাম কয়েক মাস পূর্বে একই গ্রামের ভাটাপাড়ার গোলাপ আলীর ছেলে সুমন আলী নিকট থেকে একটি কিটনাশক স্প্রে মেশিন চেয়ে নিয়ে আসে। এরপর বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ায় নূর ইসলাম স্প্রে মেশিনটি দেননি। তিনি ব্যবহারের সময় মেনিটি ভেঙে ফেলেন। সুমন সেটি ফেরত চাইলে নূর ইসলাম ভাঙা মেশিনটি ফেরত দিতে গেলে সুমন তাকে গালমন্দ করে। তাদের মধ্যে এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় সুমন একটি হেসোঁ দিয়ে নুর ইসলামকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। এদিকে, ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত নূর ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৮:৩৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধার নেওয়া কিটনাশক স্প্রে ভেঙে ফেলাকে কেন্দ্র করে নূর ইসলাম নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার উপজেলার কুমারী গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম নুর ইসলামকে উদ্ধার করে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সে গ্রামের কুমারী ফরায়েজিপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলাম কয়েক মাস পূর্বে একই গ্রামের ভাটাপাড়ার গোলাপ আলীর ছেলে সুমন আলী নিকট থেকে একটি কিটনাশক স্প্রে মেশিন চেয়ে নিয়ে আসে। এরপর বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ায় নূর ইসলাম স্প্রে মেশিনটি দেননি। তিনি ব্যবহারের সময় মেনিটি ভেঙে ফেলেন। সুমন সেটি ফেরত চাইলে নূর ইসলাম ভাঙা মেশিনটি ফেরত দিতে গেলে সুমন তাকে গালমন্দ করে। তাদের মধ্যে এক পর্যায়ে মারামারি শুরু হয়। এসময় সুমন একটি হেসোঁ দিয়ে নুর ইসলামকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। এদিকে, ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত নূর ইসলামের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল।