ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই চোরাকারবারি আটক

সাড়ে ৪ কোটি টাকার সোনার বার জব্দ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে মহেশপুর-৫৮ বিজিবি অভিযান চালিয়ে চার কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ৪০টি সোনার বার উদ্ধার করেছে। এসময় বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৫৩) ও আকতার আলীর ছেলে হুমায়ন কবিরকে (৪০) আটক করে। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে এই সোনার চালান আটক করে বিজিবি।

মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া নামক স্থানে অবস্থান নেয়। বিকেল সাড়ে চারটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে দেহ তল্লাশী করে কোমরে রাখা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪.৬৩৩ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই চোরাকারবারি আটক

সাড়ে ৪ কোটি টাকার সোনার বার জব্দ

আপলোড টাইম : ০৮:২০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে মহেশপুর-৫৮ বিজিবি অভিযান চালিয়ে চার কোটি ৪৮ লাখ টাকা মূল্যের ৪০টি সোনার বার উদ্ধার করেছে। এসময় বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৫৩) ও আকতার আলীর ছেলে হুমায়ন কবিরকে (৪০) আটক করে। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে এই সোনার চালান আটক করে বিজিবি।

মহেশপুর বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল ছয়ঘরিয়া নামক স্থানে অবস্থান নেয়। বিকেল সাড়ে চারটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে দেহ তল্লাশী করে কোমরে রাখা সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪.৬৩৩ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৪৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।