ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুর সদর-মুজিবনগরে চেয়ারম্যান প্রার্থী ৯ জন

প্রতিবেদক, মুজিবনগর:
  • আপলোড টাইম : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ১৩ বার পড়া হয়েছে

আগামী ৮ মে মেহেরপুর সদর ও মুজিবনগরসহ প্রথম দফায় ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। মেহেরপুর জেলা নির্বাচন অফিস থেকে দেওয়া তথ্যমতে, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন এবং মুজিবনগরে ৪ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদ ছাড়াও দুই উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত কোনো প্রার্থী এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে না।

মেহেরপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগের কর্মী মো. হাশেম আলী, আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য আনারুল ইসলাম।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগে কর্মী লতিফুন্নেসা লতা, সামিউন বাসিরা ও রোমানা আহমেদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কর্মী আবুল হাশেম ও মো শাহিন। মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, মুজিবনগরে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাঁদু এবং মাহবুব রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের যুব মহিলা লীগের উপজেলা নেত্রী আফরোজা খাতুন ও আকলিমা খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান ও মতিউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর সদর-মুজিবনগরে চেয়ারম্যান প্রার্থী ৯ জন

আপলোড টাইম : ০৯:১৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

আগামী ৮ মে মেহেরপুর সদর ও মুজিবনগরসহ প্রথম দফায় ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার। মেহেরপুর জেলা নির্বাচন অফিস থেকে দেওয়া তথ্যমতে, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন এবং মুজিবনগরে ৪ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদ ছাড়াও দুই উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াত সমর্থিত কোনো প্রার্থী এবারে নির্বাচনে অংশগ্রহণ করছে না।

মেহেরপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগের কর্মী মো. হাশেম আলী, আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য আনারুল ইসলাম।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগে কর্মী লতিফুন্নেসা লতা, সামিউন বাসিরা ও রোমানা আহমেদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কর্মী আবুল হাশেম ও মো শাহিন। মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, মুজিবনগরে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাঁদু এবং মাহবুব রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদের যুব মহিলা লীগের উপজেলা নেত্রী আফরোজা খাতুন ও আকলিমা খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান ও মতিউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।