ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ১৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় পৃথক তিন গ্রামে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সশস্ত্র ডাকাত দল তিনটি বাড়ি থেকে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত রোববার রাত ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নতুনভূক্ত মালিথিয়া, উলুবাড়িয়া ও নন্দীরগাতি এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে গ্রামগুলোর অবস্থান। গতকাল সোমবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একই ডাকাত দল তিন বাড়িতে হানা দিয়েছে।

নতুনভূক্ত মালিথিয়া গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক নিহার বিশ্বাস জানান, রাত ১২টার দিকে তার বাড়ির দেয়াল টপকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। দেয়াল টপকে বিল্ডিংয়ের গেট ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে তাদের চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলের উপস্থিতি বাড়ির সিসিটিভিতে সংরক্ষিত আছে বলে তিনি জানান।

একই রাতের উলুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেনের বাড়িতে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়।  ফরহাদ হোসেন জানান, বাড়ির গেট দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে সোনার চেইন, ৭টি আংটি, এক জোড়া কানের দুল, ৩টা সিতা হার, দুই’শ ডলার,  নগদ ১৭ হাজার টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ওই রাতে নন্দীরগাতি গ্রামের জুমারত মন্ডলের বাড়ির দরজা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি স্বর্ণের আংটি, ৩টা মোবাইল ফোন ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এসময় জুমারত মন্ডলের নাতি ছেলে জিহাদ মন্ডলের গায়ে ছররা গুলি লাগে।

এদিকে ডাকাত দল তড়িঘড়ি করে যাওয়া সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন বিছানার ওপর ফেলে চলে যায়। এই ফোনের সূত্র ধরে পুলিশ ডাকাতদের শনাক্ত করতে পারবে বলে গ্রামবাসী মনে করছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, তিন বাড়িতে ডাকাতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা দেয়নি। মামলা দিতে বলেছি। মামলার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৈলকুপায় এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

আপলোড টাইম : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ঝিনাইদহের শৈলকুপায় পৃথক তিন গ্রামে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সশস্ত্র ডাকাত দল তিনটি বাড়ি থেকে নগদ টাকা, মালামাল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত রোববার রাত ১২টা থেকে ৩টার মধ্যে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নতুনভূক্ত মালিথিয়া, উলুবাড়িয়া ও নন্দীরগাতি এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এক কিলোমিটার দূরত্বের মধ্যে গ্রামগুলোর অবস্থান। গতকাল সোমবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একই ডাকাত দল তিন বাড়িতে হানা দিয়েছে।

নতুনভূক্ত মালিথিয়া গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক নিহার বিশ্বাস জানান, রাত ১২টার দিকে তার বাড়ির দেয়াল টপকে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়। দেয়াল টপকে বিল্ডিংয়ের গেট ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে তাদের চিৎকারে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দলের উপস্থিতি বাড়ির সিসিটিভিতে সংরক্ষিত আছে বলে তিনি জানান।

একই রাতের উলুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেনের বাড়িতে ৮-১০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়।  ফরহাদ হোসেন জানান, বাড়ির গেট দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে সোনার চেইন, ৭টি আংটি, এক জোড়া কানের দুল, ৩টা সিতা হার, দুই’শ ডলার,  নগদ ১৭ হাজার টাকাসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ওই রাতে নন্দীরগাতি গ্রামের জুমারত মন্ডলের বাড়ির দরজা ভেঙে ডাকাত দল ঘরে প্রবেশ করে এবং পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি স্বর্ণের আংটি, ৩টা মোবাইল ফোন ও নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এসময় জুমারত মন্ডলের নাতি ছেলে জিহাদ মন্ডলের গায়ে ছররা গুলি লাগে।

এদিকে ডাকাত দল তড়িঘড়ি করে যাওয়া সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন বিছানার ওপর ফেলে চলে যায়। এই ফোনের সূত্র ধরে পুলিশ ডাকাতদের শনাক্ত করতে পারবে বলে গ্রামবাসী মনে করছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, তিন বাড়িতে ডাকাতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ মামলা দেয়নি। মামলা দিতে বলেছি। মামলার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।