ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ইমতিয়াজ আহমেদ

বিসিএস উত্তীর্ণ হয়ে দেশসেবার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • / ১২৫ বার পড়া হয়েছে

পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটে স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন চুয়াডাঙ্গার দিনমজুর পিতার মেধাবী সন্তান ইমতিয়াজ আহমেদ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভর্তি পরীক্ষায় এফএএসএস ইউনিটে ১০৩তম, এফএসএসএস ইউনিটে ৬৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৪৯তম, সি ইউনিটে ২৬২তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ২৬০তম, ডি ইউনিটে ১৩০তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ৩২তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৪১১তম ও সি ইউনিটে (অবাণিজ্য) ৭৩তম স্থান অর্জন করেছেন। ইমিয়াজ আহমেদ চুয়াডাঙ্গা পৌর শহরের বাজারপাড়ার ইদ্রিস আলী ও রোকছানা খাতুন দম্পতির ছেলে। ইদ্রিস আলী বড় বাজারেই একটি দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন।

ইমতিয়াজ আহমেদ স্বপ্ন দেখেন, বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশের সেবা করার। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি পড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে দরিদ্র পিতার এই মেধাবী সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ঢাকায় অবস্থান ও পড়ালেখা শেষ করতে যাবতীয় খরচ নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাবা অনেক পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়ে চলেছেন। আমার সাফল্যর কৃতিত্ব বাবা ও মায়েরই প্রাপ্য। আমার শিক্ষাজীবনের এ পর্যন্ত পৌঁছাতে সকল শিক্ষক-শিক্ষিকাসহ অনেকেই সহযোগিতা করেছেন। এইচএসসি পাশ করার পর অর্থাভাবে যখন স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম, কোনো অ্যাডমিশন কোচিং সেন্টারে পড়ার সুযোগ হচ্ছিলো না। সে সময় বর্ণ অ্যাডমিশন কেয়ার কোচিং সেন্টার সম্পূর্ণ বিনা খরচে আমাকে পড়ার সুযোগ করে দেয়। তাদের পরিচর্যায় আমি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। প্রতিষ্ঠানটির প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়াও ঢাকাতে সবসময় আমাকে আগলে রেখেছিলেন ফুফাতো ভাই আরাফাত। আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘আমার আগামী পথচলায় সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আমি স্নাতক শেষ করে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে চাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন ইমতিয়াজ আহমেদ

বিসিএস উত্তীর্ণ হয়ে দেশসেবার স্বপ্ন

আপলোড টাইম : ০৯:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৯টি ইউনিটে স্নাতকে ভর্তির সুযোগ পেয়েছেন চুয়াডাঙ্গার দিনমজুর পিতার মেধাবী সন্তান ইমতিয়াজ আহমেদ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ভর্তি পরীক্ষায় এফএএসএস ইউনিটে ১০৩তম, এফএসএসএস ইউনিটে ৬৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ৪৯তম, সি ইউনিটে ২৬২তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ২৬০তম, ডি ইউনিটে ১৩০তম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ৩২তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ১৪১১তম ও সি ইউনিটে (অবাণিজ্য) ৭৩তম স্থান অর্জন করেছেন। ইমিয়াজ আহমেদ চুয়াডাঙ্গা পৌর শহরের বাজারপাড়ার ইদ্রিস আলী ও রোকছানা খাতুন দম্পতির ছেলে। ইদ্রিস আলী বড় বাজারেই একটি দোকানে দিনমজুর হিসেবে কাজ করেন।

ইমতিয়াজ আহমেদ স্বপ্ন দেখেন, বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশের সেবা করার। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও তিনি পড়তে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে দরিদ্র পিতার এই মেধাবী সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ঢাকায় অবস্থান ও পড়ালেখা শেষ করতে যাবতীয় খরচ নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘বাবা অনেক পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়ে চলেছেন। আমার সাফল্যর কৃতিত্ব বাবা ও মায়েরই প্রাপ্য। আমার শিক্ষাজীবনের এ পর্যন্ত পৌঁছাতে সকল শিক্ষক-শিক্ষিকাসহ অনেকেই সহযোগিতা করেছেন। এইচএসসি পাশ করার পর অর্থাভাবে যখন স্বপ্ন নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম, কোনো অ্যাডমিশন কোচিং সেন্টারে পড়ার সুযোগ হচ্ছিলো না। সে সময় বর্ণ অ্যাডমিশন কেয়ার কোচিং সেন্টার সম্পূর্ণ বিনা খরচে আমাকে পড়ার সুযোগ করে দেয়। তাদের পরিচর্যায় আমি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। প্রতিষ্ঠানটির প্রতি আমি কৃতজ্ঞ। এছাড়াও ঢাকাতে সবসময় আমাকে আগলে রেখেছিলেন ফুফাতো ভাই আরাফাত। আমি তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি।’

তিনি আরও বলেন, ‘আমার আগামী পথচলায় সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আমি স্নাতক শেষ করে বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দেশ ও সাধারণ মানুষের সেবা করতে চাই।’