ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের ইফতার অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা প্রথম রোজা থেকে মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি শুরু করছেন। যা শেষ রোজা পর্যন্ত চলমান থাকবে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ শেষে পান্না সিনেমা হল চত্বরে দিলীপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে একসাথে ইফতার করেন।

এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘পবিত্র রমজানে গরীব-অসহায়সহ নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফ্রি সেহরি ও ইফতার বিতরণ আমি প্রতিবারই করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও ফ্রি সেহরি ও ইফতার বিতরণ করছি। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে, সত্যিই তা প্রশংসার। গত ২২টি রোজায় যেভাবে তারা সুষ্ঠু ও সুন্দরভাবে ফ্রি ইফতার এবং সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করলো, আমি চাই, শেষ রোজা পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ আজ নানা কাজে দৃষ্টান্ত রাখছে। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আমার সৌজন্যে ফ্রি ইফতার ও সেহরি বিতরণ করে ছাত্রলীগের ছেলেরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। যা সত্যিই প্রশংসনীয় এবং ভালো লাগার মতো বিষয়। তাই আমিও চাই, আমার মতো সমাজের সব বিত্তবানরা এভাবে এগিয়ে এসে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াক।

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেলের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী ফেলু প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন অ্যাড. মুনিবুল হাসান পলাশ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের ইফতার অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

আপলোড টাইম : ০৯:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গার কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা প্রথম রোজা থেকে মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি শুরু করছেন। যা শেষ রোজা পর্যন্ত চলমান থাকবে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি বাস্তবায়নে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ শেষে পান্না সিনেমা হল চত্বরে দিলীপ কুমার আগরওয়ালার রাজনৈতিক কার্যালয়ে একসাথে ইফতার করেন।

এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘পবিত্র রমজানে গরীব-অসহায়সহ নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে ফ্রি সেহরি ও ইফতার বিতরণ আমি প্রতিবারই করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও ফ্রি সেহরি ও ইফতার বিতরণ করছি। চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা যেভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে, সত্যিই তা প্রশংসার। গত ২২টি রোজায় যেভাবে তারা সুষ্ঠু ও সুন্দরভাবে ফ্রি ইফতার এবং সেহরি বিতরণ কার্যক্রম পরিচালনা করলো, আমি চাই, শেষ রোজা পর্যন্ত এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ আজ নানা কাজে দৃষ্টান্ত রাখছে। সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় আমার সৌজন্যে ফ্রি ইফতার ও সেহরি বিতরণ করে ছাত্রলীগের ছেলেরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। যা সত্যিই প্রশংসনীয় এবং ভালো লাগার মতো বিষয়। তাই আমিও চাই, আমার মতো সমাজের সব বিত্তবানরা এভাবে এগিয়ে এসে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়াক।

চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদুল ইসলাম জাবিদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ সোহেলের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী ফেলু প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন অ্যাড. মুনিবুল হাসান পলাশ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।