ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান

দেশীয় অস্ত্রসহ ১২ মামলার আসামি বোমা কালাম গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
  • আপলোড টাইম : ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৬১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে বহু মামলার আসামি বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলির ঘোড়ামারা মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইন, মাদক, ছিনতাই, চুরি, মারামারিসহ ১২টি মামলা রয়েছে। এদিকে, একাধিক মামলার আসামি সজিব ওরফে ফজাকে অস্ত্রসহ গ্রেপ্তারের চারদিন পরই ডাকাতি প্রস্তুতিকালে বোমা কালাম গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। একাধিক মামলার আসামি আবু কালাম ওরফে বোমা কালাম (৪২) উপজেলা বেলগাছি গ্রামের বাগানপাড়া সাহেব মালিথার ছেলে।

এলাকাবাসী জানায়, আবু কালাম ওরফে বোমা কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। নিজের বাড়ির সামনে সরকারি জায়গা দখল করে করেছেন ব্যক্তিগত অফিস। সেখানে বোমা কালাম সাউন্ডবক্সে লাউড ভলিউমে মিউজিক বাজিয়ে মাদকদ্রব্য বিক্রি করেন বলেও অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের কাছে গ্রেপ্তারও হন তিনি, জামিনে মুক্ত হয়ে বাড়ি এসে আবারও শুরু করেন মাদক ব্যবসা। মাদক ব্যবসার টাকা জোগাতে তিনি চুরি, ছিনতাই ও ডাকাতিও করে বলে জানায় অনেকে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, চিহ্নিত মাদক সম্রাট কালামকে মাদক ব্যবসা করতে নিষেধ করার নিজ মায়ের ওপর বোমা হামলার ঘটনাও ঘটিয়েছেন তিনি। এরপর থেকেই বোমা কালাম নামে পরিচিত তিনি।

আলমডাঙ্গা থানা সূত্র জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের ঘোড়ামারা মাঠের নিকটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কালাম। সংবাদ পেয়ে ধানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌঁড়ে পাশের ভুট্টা খেতে প্রবেশ করে। এসময় আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফরহান হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু কালাম ওরফে বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে উদ্ধার হয় ৩টি রাম দা, ১টি ছোরা ও রশি।

এদিকে, গত চারদিনে আলমডাঙ্গায় থানা এলাকার একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করার প্রসংশায় ভাসছে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি গত ২৭ মার্চ পৌর এলাকার নওদা বণ্ডবিল গ্রামের একাধিক মামলার আসামি সজিব ওরফে ফজাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। এর চারদিন পর ডাকাতির প্রস্তুতিকালে বোমা কালামকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ঈদের ছুটিতে ঘরে ফিরে পরিবারের সাথে খুশিতে ঈদ করতে পারে, সে জন্য থানা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আবু কালাম ওরফে বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আলমডাঙ্গা থানায় অস্ত্র, বিস্ফোরণ, মাদক, মারামারি, ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে। তার নিকট থেকে ছোট-বড় ৩টি রাম দা, ১টি ছোরা ও দড়ি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান

দেশীয় অস্ত্রসহ ১২ মামলার আসামি বোমা কালাম গ্রেপ্তার

আপলোড টাইম : ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে বহু মামলার আসামি বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিনগত রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলির ঘোড়ামারা মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালামের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইন, মাদক, ছিনতাই, চুরি, মারামারিসহ ১২টি মামলা রয়েছে। এদিকে, একাধিক মামলার আসামি সজিব ওরফে ফজাকে অস্ত্রসহ গ্রেপ্তারের চারদিন পরই ডাকাতি প্রস্তুতিকালে বোমা কালাম গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। একাধিক মামলার আসামি আবু কালাম ওরফে বোমা কালাম (৪২) উপজেলা বেলগাছি গ্রামের বাগানপাড়া সাহেব মালিথার ছেলে।

এলাকাবাসী জানায়, আবু কালাম ওরফে বোমা কালাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। নিজের বাড়ির সামনে সরকারি জায়গা দখল করে করেছেন ব্যক্তিগত অফিস। সেখানে বোমা কালাম সাউন্ডবক্সে লাউড ভলিউমে মিউজিক বাজিয়ে মাদকদ্রব্য বিক্রি করেন বলেও অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের কাছে গ্রেপ্তারও হন তিনি, জামিনে মুক্ত হয়ে বাড়ি এসে আবারও শুরু করেন মাদক ব্যবসা। মাদক ব্যবসার টাকা জোগাতে তিনি চুরি, ছিনতাই ও ডাকাতিও করে বলে জানায় অনেকে। স্থানীয় সূত্রে আরো জানা গেছে, চিহ্নিত মাদক সম্রাট কালামকে মাদক ব্যবসা করতে নিষেধ করার নিজ মায়ের ওপর বোমা হামলার ঘটনাও ঘটিয়েছেন তিনি। এরপর থেকেই বোমা কালাম নামে পরিচিত তিনি।

আলমডাঙ্গা থানা সূত্র জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের ঘোড়ামারা মাঠের নিকটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল কালাম। সংবাদ পেয়ে ধানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল দৌঁড়ে পাশের ভুট্টা খেতে প্রবেশ করে। এসময় আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফরহান হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু কালাম ওরফে বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় তার নিকট থেকে উদ্ধার হয় ৩টি রাম দা, ১টি ছোরা ও রশি।

এদিকে, গত চারদিনে আলমডাঙ্গায় থানা এলাকার একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করার প্রসংশায় ভাসছে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া। তিনি গত ২৭ মার্চ পৌর এলাকার নওদা বণ্ডবিল গ্রামের একাধিক মামলার আসামি সজিব ওরফে ফজাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। এর চারদিন পর ডাকাতির প্রস্তুতিকালে বোমা কালামকে গ্রেপ্তার করায় জনমনে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে ঈদের ছুটিতে ঘরে ফিরে পরিবারের সাথে খুশিতে ঈদ করতে পারে, সে জন্য থানা এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আবু কালাম ওরফে বোমা কালামকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার নামে আলমডাঙ্গা থানায় অস্ত্র, বিস্ফোরণ, মাদক, মারামারি, ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে। তার নিকট থেকে ছোট-বড় ৩টি রাম দা, ১টি ছোরা ও দড়ি উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।