ইপেপার । আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর অবস্থায় চাচী-ভাতিজা আটক, ৯৯৯ ফোন দিয়ে রক্ষা

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৯:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চাচী-ভাতিজার অবৈধ সম্পর্ক আলোচনার কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে চাচী বেবি খাতুনের ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয় ভাতিজা লাল্টু। এদিকে, ঘটনার পর গ্রামবাসীর রোষানল থেকে রক্ষা পেতে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চান অভিযুক্ত চাচী। বেবি খাতুন গহেরপুর গ্রামের ছানোয়ার ডাক্তারের স্ত্রী ও লাল্টু একই এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বেবি খাতুনের ঘরে প্রবেশ করেন লাল্টু। এসময় স্থানীয়দের নজরে পড়লে আপত্তিকর অবস্থায় তারা আটক হয়। এর কয়েকদিন পূর্বেও দুজনকে একই ঘরে পাওয়া গেলে লাল্টুকে গ্রামবাসী উত্তমধ্যম দিয়ে পবিত্র কুরআন ছুইয়ে অনৈতিক কর্মকাণ্ডে আর না জড়ানোর শপথ করায়।

এ বিষয়ে গ্রামবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের এমন কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। যা স্থানীয় ছোট ছেলে-মেয়েদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। তাদের কর্মকাণ্ড সীমা ছাড়ালে স্থানীয়রা ক্ষোভে তাদেরকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে বেবি খাতুন বলেন, ‘আমাকে অযথা ফাঁসিয়েছে, আমি কিছু জানি না। এলাকার কয়েকজন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। গ্রামবাসী আমার ও পরিবারের মানহানী করতে এমন অপবাদ দিচ্ছে। তাদের কবল থেকে রক্ষা পেতে ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ দ্রুত বাড়িতে এসে আমাকে রক্ষা করে।’

তবে ঘটনার সত্যতা স্বীকার করে ভাতিজা লাল্টু বলেন, ‘বেবি খাতুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। চাচীর ইচ্ছাতেই আমি তার বাড়িতে যায়। স্থানীয়রা সে সময় আমাকে আটক করে। তিনি আমাকে পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে তাকে বিয়ের শপথও করিয়েছে। কিন্তু এখন সে সব অস্বীকার করছে। বেবি খাতুন এখনও আমার কাছে আসতে চাইলে আমি তাকে গ্রহণ করব।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে সাহায্য করতে নির্দেশ দেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের দূরে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে বিষয়টি নিয়ে গ্রামবাসী ওই নারীর ও এক যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আপত্তিকর অবস্থায় চাচী-ভাতিজা আটক, ৯৯৯ ফোন দিয়ে রক্ষা

আপলোড টাইম : ০৯:০০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে চাচী-ভাতিজার অবৈধ সম্পর্ক আলোচনার কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে চাচী বেবি খাতুনের ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয় ভাতিজা লাল্টু। এদিকে, ঘটনার পর গ্রামবাসীর রোষানল থেকে রক্ষা পেতে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চান অভিযুক্ত চাচী। বেবি খাতুন গহেরপুর গ্রামের ছানোয়ার ডাক্তারের স্ত্রী ও লাল্টু একই এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বেবি খাতুনের ঘরে প্রবেশ করেন লাল্টু। এসময় স্থানীয়দের নজরে পড়লে আপত্তিকর অবস্থায় তারা আটক হয়। এর কয়েকদিন পূর্বেও দুজনকে একই ঘরে পাওয়া গেলে লাল্টুকে গ্রামবাসী উত্তমধ্যম দিয়ে পবিত্র কুরআন ছুইয়ে অনৈতিক কর্মকাণ্ডে আর না জড়ানোর শপথ করায়।

এ বিষয়ে গ্রামবাসীর অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের এমন কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। যা স্থানীয় ছোট ছেলে-মেয়েদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। তাদের কর্মকাণ্ড সীমা ছাড়ালে স্থানীয়রা ক্ষোভে তাদেরকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে বেবি খাতুন বলেন, ‘আমাকে অযথা ফাঁসিয়েছে, আমি কিছু জানি না। এলাকার কয়েকজন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। গ্রামবাসী আমার ও পরিবারের মানহানী করতে এমন অপবাদ দিচ্ছে। তাদের কবল থেকে রক্ষা পেতে ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ দ্রুত বাড়িতে এসে আমাকে রক্ষা করে।’

তবে ঘটনার সত্যতা স্বীকার করে ভাতিজা লাল্টু বলেন, ‘বেবি খাতুনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। চাচীর ইচ্ছাতেই আমি তার বাড়িতে যায়। স্থানীয়রা সে সময় আমাকে আটক করে। তিনি আমাকে পবিত্র কোরআন শরীফ মাথায় নিয়ে তাকে বিয়ের শপথও করিয়েছে। কিন্তু এখন সে সব অস্বীকার করছে। বেবি খাতুন এখনও আমার কাছে আসতে চাইলে আমি তাকে গ্রহণ করব।’
এ বিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে সাহায্য করতে নির্দেশ দেন। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের দূরে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে বিষয়টি নিয়ে গ্রামবাসী ওই নারীর ও এক যুবকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে।