ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে লাউ চাষে বিপ্লব ঘটিয়েছেন নুর আলম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
  • / ৫২৪ বার পড়া হয়েছে

DSC02083

জাহিদ বাবু/মিথুন মাহমুদ জীবননগর থেকে: জীবননগর শহর থেকে মাত্র ৩কিলোমিটার দুরে তেতুলিয়া গ্রামের মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে চাষী নুর আলম বিষমুক্ত লাউ চাষ করে এলাকায় জনপ্রিয় চাষি হয়ে উঠেছেন। তাকে অনুসরন করে এলাকার বেশ কয়েকজন যুবক বিষমুক্ত লাউ চাষ করার উদ্যোগও নিয়েছেন। বিষমুক্ত লাউ উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও কেঁচো সার ব্যবহার করছেন চাষিরা। পাশাপাশি অন্য সবজিও উৎপাদন করেছেন এ পদ্ধতিতে চাষিরা বিষমুক্ত লাউ দিয়ে পারিবারিক চাহিদা মিটিয়ে আশপাশের শহরসহ রাজধানী ঢাকাতেও চাহিদা মিটাচ্ছেন সানন্দে। বিষমুক্ত লাউ পেতে বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও সবজি বিক্রেতারা ভীড় জমান চাষিদের ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত ক্ষেতের লাউ দামের চেয়ে তুলনামুলক অধিক মুল্যে কিনছেন বিষমুক্ত ক্ষেতের লাউ। এ ব্যাপারে কৃষক নুর আলমের সাথে কথা বললে তিনি বলেন, দেশে বেশির ভাগ চাষে বিভিন্নধরনের রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে সবজি উৎপাদন করেন, যা সাধারন মানুষের শরীরের মারাত্মক ভাবে ক্ষতি করে থাকে তাই আমি নিজ উদ্যোগে ৭বিঘা জমি লিজ নিয়ে জীবননগর উপজেলা কৃষি সম্পসারনের সহযোগিতায় বিষমুক্ত লাউ চাষ করছি। এই লাউ চাষে শুরু থেকে ৭বিঘা জমিতে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। তবে এখন আমার এই জমি থেকে প্রতি দিন ১৮ থেকে ২০কাটুন লাউ ১হাজার ৪শত থেকে দেড় হাজার টাকা দ্বরে পাইকারী বাজারে বিক্রি করে থাকি এ পর্যন্ত আমি ১৬৫কাটুন লাউ বিক্রি করেছি। তবে বর্তমান ৭বিঘা জমিতে যা লাউ রয়েছে তা খরচ খরচা বাদে ৪লক্ষ টাকার লাউ বিক্রি হবে। তাছাড়া এই জমিতে একদিকে যেমন আমার চাষে লাভ হচ্ছে পাশাপাশি প্রতিদিন এখানে ৭থেকে ৮টি লেবার কাজ করে থাকে। এ ব্যাপারে জীবননগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি বলেন নুর আলম যে বিষমুক্ত লাউ চাষ করছে এটি নিরাপত্তা খাদ্য ব্যবস্থাপনায় আওতায় পরিচালিত সাথে সাথে এই চাষে সেরামনের মাধ্যমে বিষমুক্ত লাউ চাষ করা হচ্ছে। এই চাষে কোন রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে না সম্পন্ন কেঁচোও জৈব সারের মাধ্যমে লাউ চাষ করা হচ্ছে এটি বর্তমান একটি লাভ জনক চাষ বলে সকলে এ চাষের উপরে ঝুকে পড়েছেন। এদিকে বিষমুক্ত লাউ চাষ দেখতে বিভিন্ন এলাকা থেকে চাষীরা ভীড় জমাচ্ছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে লাউ চাষে বিপ্লব ঘটিয়েছেন নুর আলম

আপলোড টাইম : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭

DSC02083

জাহিদ বাবু/মিথুন মাহমুদ জীবননগর থেকে: জীবননগর শহর থেকে মাত্র ৩কিলোমিটার দুরে তেতুলিয়া গ্রামের মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে চাষী নুর আলম বিষমুক্ত লাউ চাষ করে এলাকায় জনপ্রিয় চাষি হয়ে উঠেছেন। তাকে অনুসরন করে এলাকার বেশ কয়েকজন যুবক বিষমুক্ত লাউ চাষ করার উদ্যোগও নিয়েছেন। বিষমুক্ত লাউ উৎপাদনে রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও কেঁচো সার ব্যবহার করছেন চাষিরা। পাশাপাশি অন্য সবজিও উৎপাদন করেছেন এ পদ্ধতিতে চাষিরা বিষমুক্ত লাউ দিয়ে পারিবারিক চাহিদা মিটিয়ে আশপাশের শহরসহ রাজধানী ঢাকাতেও চাহিদা মিটাচ্ছেন সানন্দে। বিষমুক্ত লাউ পেতে বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও সবজি বিক্রেতারা ভীড় জমান চাষিদের ক্ষেতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত ক্ষেতের লাউ দামের চেয়ে তুলনামুলক অধিক মুল্যে কিনছেন বিষমুক্ত ক্ষেতের লাউ। এ ব্যাপারে কৃষক নুর আলমের সাথে কথা বললে তিনি বলেন, দেশে বেশির ভাগ চাষে বিভিন্নধরনের রাসায়নিক সার ও কীটনাশক দিয়ে সবজি উৎপাদন করেন, যা সাধারন মানুষের শরীরের মারাত্মক ভাবে ক্ষতি করে থাকে তাই আমি নিজ উদ্যোগে ৭বিঘা জমি লিজ নিয়ে জীবননগর উপজেলা কৃষি সম্পসারনের সহযোগিতায় বিষমুক্ত লাউ চাষ করছি। এই লাউ চাষে শুরু থেকে ৭বিঘা জমিতে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। তবে এখন আমার এই জমি থেকে প্রতি দিন ১৮ থেকে ২০কাটুন লাউ ১হাজার ৪শত থেকে দেড় হাজার টাকা দ্বরে পাইকারী বাজারে বিক্রি করে থাকি এ পর্যন্ত আমি ১৬৫কাটুন লাউ বিক্রি করেছি। তবে বর্তমান ৭বিঘা জমিতে যা লাউ রয়েছে তা খরচ খরচা বাদে ৪লক্ষ টাকার লাউ বিক্রি হবে। তাছাড়া এই জমিতে একদিকে যেমন আমার চাষে লাভ হচ্ছে পাশাপাশি প্রতিদিন এখানে ৭থেকে ৮টি লেবার কাজ করে থাকে। এ ব্যাপারে জীবননগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি বলেন নুর আলম যে বিষমুক্ত লাউ চাষ করছে এটি নিরাপত্তা খাদ্য ব্যবস্থাপনায় আওতায় পরিচালিত সাথে সাথে এই চাষে সেরামনের মাধ্যমে বিষমুক্ত লাউ চাষ করা হচ্ছে। এই চাষে কোন রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে না সম্পন্ন কেঁচোও জৈব সারের মাধ্যমে লাউ চাষ করা হচ্ছে এটি বর্তমান একটি লাভ জনক চাষ বলে সকলে এ চাষের উপরে ঝুকে পড়েছেন। এদিকে বিষমুক্ত লাউ চাষ দেখতে বিভিন্ন এলাকা থেকে চাষীরা ভীড় জমাচ্ছেন।