ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে এক মৎস্য চাষীর তিনটি পুকুরের মাছ মরে সাবাড়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / ২৯৭ বার পড়া হয়েছে

dfg

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: দুর্বৃত্তদের দেয়া বীষে কোটচাঁদপুরে এক মৎস্য চাষীর তিনটি পুকুরের মাছ মরে সাবাড় হয়ে গেছে। এ ব্যাপারে ওই চাষী চার জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। চাষী জহুরুল ইসলাম জানান,ওই গ্রামের কয়েক জন দীঘ দিন ধরে আমার কাছে চাদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে তারা এমন জঘন্য কাজ করেছে। এরা হল ওই গ্রামের আমির হোসেন শান্তি, শহিদুল ইসলাম, মকু,হানেফ,ও দিলিপ। এতে করে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ওই চাষীর। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি। নাম প্রকাশ না শর্তে এলাকাবাসীরা জানান, এটা শত্রুতা করে করা হয়েছে। তবে এমন শত্রুতা কারোর কাম্য নয়। যারাই এ কাজটি করুক না কেন তাদেও দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। কথা হয় পুকুর দেখভাল করার দায়িত্বে থাকা আবুল কালামের সঙ্গে,তিনি জানান ৭০ হাজার টাকার বিভিন্ন জাতির মাছ ছাড়া হয় ওই তিন পুকুরে। আর আজ পর্যন্ত পুকুরে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকার মত। তিনি আরো বলেন বীষ প্রয়োগে তিনটি পুকুরের একটি মাছ ও বেচে নাই। কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির হোসেনের সঙ্গে,তিনি বলেন বিষয়টি ফোনে আমি জেনেছি। তবে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার শার্ম্মী ইসলাম বলেন, কাজটি য্্্্্েই করুক না কেন। এটা কারোর কাম্য নয়। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক কারা এ কাজটি করেছে। তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে এক মৎস্য চাষীর তিনটি পুকুরের মাছ মরে সাবাড়

আপলোড টাইম : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭

dfg

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: দুর্বৃত্তদের দেয়া বীষে কোটচাঁদপুরে এক মৎস্য চাষীর তিনটি পুকুরের মাছ মরে সাবাড় হয়ে গেছে। এ ব্যাপারে ওই চাষী চার জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন। চাষী জহুরুল ইসলাম জানান,ওই গ্রামের কয়েক জন দীঘ দিন ধরে আমার কাছে চাদা দাবী করে আসছিল। চাঁদার টাকা না পেয়ে তারা এমন জঘন্য কাজ করেছে। এরা হল ওই গ্রামের আমির হোসেন শান্তি, শহিদুল ইসলাম, মকু,হানেফ,ও দিলিপ। এতে করে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ওই চাষীর। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তিনি। নাম প্রকাশ না শর্তে এলাকাবাসীরা জানান, এটা শত্রুতা করে করা হয়েছে। তবে এমন শত্রুতা কারোর কাম্য নয়। যারাই এ কাজটি করুক না কেন তাদেও দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। কথা হয় পুকুর দেখভাল করার দায়িত্বে থাকা আবুল কালামের সঙ্গে,তিনি জানান ৭০ হাজার টাকার বিভিন্ন জাতির মাছ ছাড়া হয় ওই তিন পুকুরে। আর আজ পর্যন্ত পুকুরে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকার মত। তিনি আরো বলেন বীষ প্রয়োগে তিনটি পুকুরের একটি মাছ ও বেচে নাই। কথা হয় কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির হোসেনের সঙ্গে,তিনি বলেন বিষয়টি ফোনে আমি জেনেছি। তবে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার শার্ম্মী ইসলাম বলেন, কাজটি য্্্্্েই করুক না কেন। এটা কারোর কাম্য নয়। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক কারা এ কাজটি করেছে। তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।