ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭
  • / ২৯৭ বার পড়া হয়েছে

dfsdrfgseftresgfzxdvbfc xghsrbthy6e5 fy ergfdhbryzdfg xcghzserg xfchxsryg vcbvade

নিজস্ব প্রতিবেদক: ৬ বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল আনুমানিক ১০টা থেকে ১০টা  ৪০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অর্ন্তগত চ্যাংখালী নামক স্থানের বিপরীতে ভারতের অভ্যন্তরে ৬ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে গত ০৭ জানুয়ারি ২০১৭ তারিখে ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্য কর্তৃক মারধরের কারণে বাংলাদেশী নাগরিক মোঃ বকুল মন্ডল নিহত হওয়ার ব্যাপারে বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অতিদ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতঃ বিজিবিকে অবহিত করার জন্য প্রতিপক্ষ বিএসএফ এর নিকট জোড়ালো আহবান জানানো হয়। প্রতিউত্তরে প্রতিপক্ষ বিএসএফ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ঘটনাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবিকে আশ্বস্থ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

আপলোড টাইম : ০১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০১৭

dfsdrfgseftresgfzxdvbfc xghsrbthy6e5 fy ergfdhbryzdfg xcghzserg xfchxsryg vcbvade

নিজস্ব প্রতিবেদক: ৬ বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল আনুমানিক ১০টা থেকে ১০টা  ৪০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার অর্ন্তগত চ্যাংখালী নামক স্থানের বিপরীতে ভারতের অভ্যন্তরে ৬ বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। বৈঠকে বিজিবি ও বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে গত ০৭ জানুয়ারি ২০১৭ তারিখে ফুলবাড়ী সীমান্তে বিএসএফ সদস্য কর্তৃক মারধরের কারণে বাংলাদেশী নাগরিক মোঃ বকুল মন্ডল নিহত হওয়ার ব্যাপারে বিজিবি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অতিদ্রুত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতঃ বিজিবিকে অবহিত করার জন্য প্রতিপক্ষ বিএসএফ এর নিকট জোড়ালো আহবান জানানো হয়। প্রতিউত্তরে প্রতিপক্ষ বিএসএফ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ঘটনাটি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবিকে আশ্বস্থ করে।