বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদন্ডাদেশের প্রতিবাদ ও মুক্তির দাবিতে
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় পান্না (রুপছায়া) সিনেমা হল সংলগ্ন জেলা প্রেসক্লাব চত্ত্বরে বেলা ১১টায় জেলা বিএনপি’র অন্যতম সদস্য মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হতে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশি বাধার মুখে মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে না পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে। জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হয়রানিমূলক মিথ্যা মামলার রায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বেগম জিয়া জেলে থাকলে বিএনপি নির্বাচনে আসতে পারবে না। আর বিএনপি নির্বাচনে না আসলে আবারো ভোটার বিহীন নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হবে।’
বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলাদল নেত্রী জাহানার পারভীন, পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, চুয়াডাঙ্গা সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মো. আলাউদ্দীন, পৌর বিএনপি’র সহসভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদল সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, আশাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, হাসানুজ্জামান হাসান, পান্না, বদর উদ্দিন বাদল, আব্দুল হান্নান, শাহ জামাল, বজলুর রহমান, আনিসুর রহমান বিশু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আলো, মাসুদ রানা আপেল, এরশাদ আলী, ইমরুল হাসান ফটিক, শেখ শামসুল ইসলাম শামসু, রুবেল হাসান, তুহিন ইসলাম, আব্দুস সালাম, আব্দুল রাজ্জাক সন্টু, মহাসিন মেম্বার, সহিদুল, আনন্দ, জেলা ছাত্রদলের সদস্য রিন্টু মহলদার, আরিফ আহমেদ শিপলু, শাকিল আহমেদ নাঈম, নিশান, পিয়াস, বাপ্পি, লিয়ন, আনোয়ার, রাকিব, মাসুদ, সাব্বির, সামিউল, মাকসুদ প্রমূখ।
এদিকে, এক প্রেসবিজ্ঞপ্তি জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া ও জাল নথি’র মাধ্যমে সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কেদারগঞ্জ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশি বাধার কারণে কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদল নেতা খালিদ মাহমুদ মিল্টনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইন্তাজ আলী।

মেহেরপুর অফিস জানিয়েছে, ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক বিচারে মামলায় গ্রেফতার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পৌর ঈদগাহপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, বিএনপি নেতা এ্যাড. মকলেছুর রহমান স্বপন প্রমূখ। এসময় সমাবেশে বিএনপি নেতা একরামুল হক, আব্দুল হামিদ খান গাজু, ফরিদ উদ্দিন, ইউনুস আলী,আনিস মেম্বর, যুবদলনেতা ইসমাইল হোসেন, মনিরুল ইসলাম মনি,আলতাব হোসেন, মিনাজ উদ্দিন, রাশিবুল ইসলাম, খায়রুল হাসান, সোহাগ, ছাত্রনেতা রোকন, লিটন, সাগর, ইদ্রিস, মিরাজুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত । নেত্রীর ওপর সকল প্রকার হয়রানি ও হেনস্থার অবসান ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন-এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, সদর থানা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিএপি নেতা আঃ রহিম সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।