ইয়াদুল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও মেজবানী
- আপলোড তারিখঃ ০২-০১-২০১৮ ইং
এনটিভির সাংবাদিক আহমেদ পিপুল ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতা বিপুল আশরাফের পিতা
নিজস্ব প্রতিবেদক: এনটিভি’র বিশেষ প্রতিবেদক দেশের স্বনামধন্য সাংবাদিক আহমেদ পিপুল ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সম্পাদক এসএ টিভি প্রতিনিধি বিপুল আশরাফের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক ইয়াদুল হকের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া, মেজবান ও এতিমশিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদের নিজ বাসভবনে এ আয়োজন করা হয়।
প্রয়াত ইয়াদুল হকের বড় পুত্র বিপুল আশরাফ, মেজো পুত্র আহমেদ পিকুল ও ছোট ছেলে আহমেদ পিপুলের নিমন্ত্রণে মেজবান অনুষ্ঠানে আসেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মুজিবুল হক মালিক মজু, জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক, জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক। এ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ ৮ শতাধিক মানুষ মেজবানীতে অংশ নেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর ইয়াদুল হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে যান। প্রতি বছর এ দিনটি উপলক্ষ্যে পৌর শহরের সাতগাড়ীতে তাঁর নিজ বাসভবনে এ মেজবানীর আয়োজন করা হয়।
কমেন্ট বক্স