দর্শনা কেরু চিনিকল এলাকায় আঁখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবীতে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আঁখচাষীদের সমাবেশ
- আপলোড টাইম : ১২:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
- / ৩৪৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা কেরুজ চিনিকল এলাকায় আঁখের মূল্য বৃদ্ধিসহ ১১দফা দাবী আদায়ের লক্ষ্যে আঁখচাষীদের আন্দোলন অব্যাহত। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আঁখচাষীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেরুজ চিনিকল মিলগেটস আওতাধীন বিশিষ্ট আখচাষী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আখ চাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, হুমায়ুন কবীর, উপদেষ্টা আমীর হোসেন। এছাড়া অরোও বক্তব্য রাখেন, আখচাষী মিজানুর রহমান, রাকিব উদ্দিন, আব্দুস সালাম, নূর ইসলাম, ছামু, দাউদ, ছামাদ, তাহাজুল, বদি, মনিরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, চাষীদের কর্তনকৃত ঢলতার চার বছরের পাওনার ১৬লাখ টাকা পরিশোধ করতে হবে। সেই সাথে চলতি মাড়াই মওসুমে প্রতিমন আখের মূল্য ১৫০টাকা দিতে হবে। ই-পুর্জি ব্যবস্থা বাতিল করতে হবে। চাষীদের আখ বিক্রির টাকা শিওর ক্যাশে নয়, নগদে মিলস গেইট থেকে পরিশোধ করাসহ ১১দফা দাবী পূরণ করতে হবে। চিনিকল কর্তৃপক্ষ আখচাষীদের এ সমস্ত যৌক্তিক দাবী পূরণে ব্যার্থ হলে আখচাষীরা চিনিকল চত্ত্বরে অনশন ধর্মঘটসহ আরোও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না আখচাষীরা। এ সমাবেশে প্রায় কয়েক শতাধিক আখচাষী উপস্থিত ছিলেন।