ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর বার্ষিক ডিলার ও রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
  • / ৮৫৯ বার পড়া হয়েছে

Managing Director of Konika Seed Company (pvt) Ltdঅদ্য ২৯ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টার সময় কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড’র আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র, চুয়াডাঙ্গায় কোম্পানীর বার্ষিক ডিলার ও রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন প্রো: মো: আলী কদর, মেসার্স পরাগ সীড স্টোর, জীবননগর। প্রধান অতিথি হিসেবে ডিলার ও রিটেইলার কনফারেন্সের উদ্বোধনী ঘোষনা করেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম (লিটন)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর পরিচালক (অপারেশন) মুহা: আব্দুল্লাহ-আল-মামুন। উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদন ও বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র প্রোডাকশন ইনচার্জ কৃষিবিদ মো: নাজিম উদ্দীন। এরপর কনিকা হাইব্রিড ভুট্টা বীজ বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম (লিটন)। কনিকা ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন ও বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র পরিচালক (অপারেশন) মুহা: আব্দুল্লাহ-আল-মামুন। বিপণন সম্প্রসারণ বিষয়ে তথ্য উপস্থাপন করেন অত্র কোম্পানী’র মার্কেটিং অফিসার মুহা: আরাফাত হুসাইন। ডিলার কনফারেন্স উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে প্রো: মো: আব্দুর রহমান, মেসার্স রহমান ট্রেডার্স, মহেশপুর, প্রো: মো: সিরাজুল ইসলাম, মেসার্স মালিতা ট্রেডার্স, ভোলাডাঙ্গা বাজার, প্রো: মো: সেলিম মিয়া, ভাই ভাই ভান্ডার, খালিশপুর বাজার, প্রো: মো: জামাত আলী, মেসার্স জামাত ট্রেডার্স, মুজিবনগর, প্রো: হারুন-আর-রশিদ, হুরায়রা বীজ ভান্ডার, গৌরীনাথপুর, কোটচাঁদপুর, প্রো: মো: সেলিম জোয়ার্দ্দার, সেলিম এন্টারপ্রাইজ, ডিঙ্গেদহ বাজার প্রমুখ। সমাপনি পর্বে বক্তব্য রাখেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর লিগ্যাল এডভাইজার এ্যাড. এসএম শরীফ উদ্দীন হাসু। উক্ত কনফারেন্সে বীজআলু, বোরোধানবীজ, পাটবীজ, হাইব্রিড ভুট্টা বীজ ও কনিকা ভার্মি কম্পোস্ট জৈব সার বিপণন বিষয়ে আলোচনা করা হয়। বার্ষিক কনফারেন্সে এতদাঞ্চলের ৮০ ডিলার ও রিটেইলার অংশগ্রহন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যথাক্রমে অত্র কোম্পানী’র কো-অর্ডিনেটর মাবুদ সরকার, মনিরুল ইসলাম, কামরুজ্জামান পল্টু, ওবায়দুর রহমান ও রকিবুল ইসলাম প্রমুখ। – বিজ্ঞপ্তি

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর বার্ষিক ডিলার ও রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬

Managing Director of Konika Seed Company (pvt) Ltdঅদ্য ২৯ সেপ্টেম্বর, ২০১৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ টার সময় কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড’র আয়োজনে ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র, চুয়াডাঙ্গায় কোম্পানীর বার্ষিক ডিলার ও রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন প্রো: মো: আলী কদর, মেসার্স পরাগ সীড স্টোর, জীবননগর। প্রধান অতিথি হিসেবে ডিলার ও রিটেইলার কনফারেন্সের উদ্বোধনী ঘোষনা করেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম (লিটন)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর পরিচালক (অপারেশন) মুহা: আব্দুল্লাহ-আল-মামুন। উচ্চ ফলনশীল পাটবীজ উৎপাদন ও বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র প্রোডাকশন ইনচার্জ কৃষিবিদ মো: নাজিম উদ্দীন। এরপর কনিকা হাইব্রিড ভুট্টা বীজ বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলম (লিটন)। কনিকা ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন ও বিপণন সংক্রান্ত সেশন পরিচালনা করেন অত্র কোম্পানী’র পরিচালক (অপারেশন) মুহা: আব্দুল্লাহ-আল-মামুন। বিপণন সম্প্রসারণ বিষয়ে তথ্য উপস্থাপন করেন অত্র কোম্পানী’র মার্কেটিং অফিসার মুহা: আরাফাত হুসাইন। ডিলার কনফারেন্স উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে প্রো: মো: আব্দুর রহমান, মেসার্স রহমান ট্রেডার্স, মহেশপুর, প্রো: মো: সিরাজুল ইসলাম, মেসার্স মালিতা ট্রেডার্স, ভোলাডাঙ্গা বাজার, প্রো: মো: সেলিম মিয়া, ভাই ভাই ভান্ডার, খালিশপুর বাজার, প্রো: মো: জামাত আলী, মেসার্স জামাত ট্রেডার্স, মুজিবনগর, প্রো: হারুন-আর-রশিদ, হুরায়রা বীজ ভান্ডার, গৌরীনাথপুর, কোটচাঁদপুর, প্রো: মো: সেলিম জোয়ার্দ্দার, সেলিম এন্টারপ্রাইজ, ডিঙ্গেদহ বাজার প্রমুখ। সমাপনি পর্বে বক্তব্য রাখেন কনিকা সীড কোম্পানী (প্রা:) লিমিটেড-এর লিগ্যাল এডভাইজার এ্যাড. এসএম শরীফ উদ্দীন হাসু। উক্ত কনফারেন্সে বীজআলু, বোরোধানবীজ, পাটবীজ, হাইব্রিড ভুট্টা বীজ ও কনিকা ভার্মি কম্পোস্ট জৈব সার বিপণন বিষয়ে আলোচনা করা হয়। বার্ষিক কনফারেন্সে এতদাঞ্চলের ৮০ ডিলার ও রিটেইলার অংশগ্রহন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যথাক্রমে অত্র কোম্পানী’র কো-অর্ডিনেটর মাবুদ সরকার, মনিরুল ইসলাম, কামরুজ্জামান পল্টু, ওবায়দুর রহমান ও রকিবুল ইসলাম প্রমুখ। – বিজ্ঞপ্তি