ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫ বার পড়া হয়েছে

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছে গাংনী হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী সরকারি হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে গিয়ে এক সমাবেশে সরকারি হাসপাতালের নার্স ও নাসিং কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও কাউন্সিলের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি পদে নন-নার্স ক্যাডারদের সরিয়ে সেই পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে। এছাড়া নার্সিং পদে বৈষম্য দূর করার কথা বলেন আন্দোলনকারীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে নার্সদের পতাকা মিছিল ও মানববন্ধন

আপলোড টাইম : ০৮:৩১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে নার্সদের পদায়নের এক দফা দাবিতে পতাকা মিছিল ও মানববন্ধন করেছে গাংনী হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তা ও বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী সরকারি হাসপাতাল থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে গিয়ে এক সমাবেশে সরকারি হাসপাতালের নার্স ও নাসিং কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও কাউন্সিলের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি পদে নন-নার্স ক্যাডারদের সরিয়ে সেই পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে। এছাড়া নার্সিং পদে বৈষম্য দূর করার কথা বলেন আন্দোলনকারীরা।