ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার আহ্বান

সমীকরণ প্রতিবেদক
  • আপলোড টাইম : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ২৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন পৃথকভাবে এ আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান।

অপর দিকে, জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এর আগে ৫টি বিষয়ে দুটি গ্রুপে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। নবুয়ত প্রাপ্তির বহু আগেই রাসূল (সা.) আল-আমিন উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়া তিনি তার সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি মানবজাতিকে সত্য ও ন্যায়ের দিকনির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তোলেন।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বসু।

আলমডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ ওমরের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আব্দুল মোনয়েমের সভাপতিত্বে ও প্রভাষক মো. শরিতউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক আব্দুল হাই, প্রভাষক একরামুল হক, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক আনোয়ার উজ্জামান, ডক্টর মহাবুব আলম, সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান, শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক সাইদূর রহমান, তাপস রশিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে অনুসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
এছাড়াও আলমডাঙ্গা মহিলা কলেজ, সরকারি স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, হারদী এম এস জোহা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

অপর দিকে, সারা দেশের ন্যায় দর্শনা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)- উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলনকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা ইসলাম বাজার মসজিদের পেশ ইমাম মো. ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, পৌর কাউন্সিলার জাহানারা খাতুন, সুরাতন নেছা, সাইফুল ইসলাম মুকুল, পৌর কর নির্ধারক সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন খাঁন, পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলম, মমিনুল ইসলাম, তছের আলী, ইনতাজ আলী, মো. আব্দুর রহমান অনিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক- বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পৃথকভাবে বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ জীবনী তুলে ধরে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, শরীর চর্চা শিক্ষক মোকলেছুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানিয়া খাতুন, অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন, ল্যাব সহকারী এস এম নাসিম উদ্দীনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে, মেহেরপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন। আলোচক ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন, রাজনগর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক কাজী রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ।

এসময় জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মো. সাদিকুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওলানা মো. আ. হামিদ, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা নাড়ে ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মূনীম, জেলা নাজির মো. আফতাব উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমানুল্লাহ আমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদে ইমাম জুবায়ের হাসান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার আহ্বান

আপলোড টাইম : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন পৃথকভাবে এ আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা), চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান।

অপর দিকে, জেলা মডেল মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোর্ট জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। এর আগে ৫টি বিষয়ে দুটি গ্রুপে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। নবুয়ত প্রাপ্তির বহু আগেই রাসূল (সা.) আল-আমিন উপাধি পেয়েছিলেন। আমানতদারী ও বিশ্বস্ততায় তিনি ছিলেন অনন্য। এছাড়া তিনি তার সমগ্র জীবনজুড়েই দুর্বল ও ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি মানবজাতিকে সত্য ও ন্যায়ের দিকনির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তোলেন।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মডেল মসজিদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বসু।

আলমডাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ ওমরের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আব্দুল মোনয়েমের সভাপতিত্বে ও প্রভাষক মো. শরিতউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক আব্দুল হাই, প্রভাষক একরামুল হক, প্রভাষক আব্দুল মালেক, প্রভাষক আনোয়ার উজ্জামান, ডক্টর মহাবুব আলম, সহকারী অধ্যাপক মো. মহিতুর রহমান, শিক্ষক পরিষদের সেক্রেটারি সহকারী অধ্যাপক সাইদূর রহমান, তাপস রশিদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে অনুসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।
এছাড়াও আলমডাঙ্গা মহিলা কলেজ, সরকারি স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, হারদী এম এস জোহা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

অপর দিকে, সারা দেশের ন্যায় দর্শনা পৌরসভার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)- উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় পৌরসভার সম্মেলনকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা ইসলাম বাজার মসজিদের পেশ ইমাম মো. ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, পৌর কাউন্সিলার জাহানারা খাতুন, সুরাতন নেছা, সাইফুল ইসলাম মুকুল, পৌর কর নির্ধারক সরওয়ার হোসেন, প্রধান সহকারী রুহুল আমিন খাঁন, পৌর কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফিন হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, উচ্চমান সহকারী শাহ আলম, মমিনুল ইসলাম, তছের আলী, ইনতাজ আলী, মো. আব্দুর রহমান অনিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা দারুস সালাম দাখিল মাদ্রাসা, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক- বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পৃথকভাবে বিশ্বমানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শ জীবনী তুলে ধরে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজ, ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির, অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাইউল হক, শরীর চর্চা শিক্ষক মোকলেছুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানিয়া খাতুন, অফিস সহায়ক জাহিদুল ইসলাম মামুন, ল্যাব সহকারী এস এম নাসিম উদ্দীনসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এদিকে, মেহেরপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন। আলোচক ছিলেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন, রাজনগর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক কাজী রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমানুল্লাহ।

এসময় জেলা মডেল মসজিদের ইমাম মুফতি মো. সাদিকুর রহমান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আবু রায়হান, মাস্টার ট্রেইনার মাওলানা মো. আ. হামিদ, ফিল্ড সুপারভাইজার তাওহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মেহেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা নাড়ে ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এসময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নুর, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) গাজী মূয়ীদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মূনীম, জেলা নাজির মো. আফতাব উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমানুল্লাহ আমান প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদে ইমাম জুবায়ের হাসান।