ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফেনসিডিল পাচারের সময় পুলিশের এসআইসহ গ্রেপ্তার ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ফেনসিডিল পাচারের সময় পুলিশের এসআইসহ (উপপরিদর্শক) তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসআইয়ের নাম সাজ্জাদুর রহমান। তিনি ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে ছিলেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরে ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০১ বোতল ফেনসিিডল জব্দ করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে ফেনসিডিল পাচারের সময় পুলিশের এসআইসহ গ্রেপ্তার ৩

আপলোড টাইম : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহে ফেনসিডিল পাচারের সময় পুলিশের এসআইসহ (উপপরিদর্শক) তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এসআইয়ের নাম সাজ্জাদুর রহমান। তিনি ঝিনাইদহের হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বে ছিলেন।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হাটগোপালপুর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি প্রাইভেট কার আটক করেন। পরে ওই প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০১ বোতল ফেনসিিডল জব্দ করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।