ইপেপার । আজ বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নার্সদের ‘কটূক্তি’ প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৪ বার পড়া হয়েছে

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের মন্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাকসুরা নূরের পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধনে নার্সরা উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, নার্সদের দাবিগুলোকে উপেক্ষা করে আবারও ১২ সেপ্টেম্বর একজন নন—নার্সকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ফরিদা ইয়ামিন, নার্সিং সুপারভাইজার রোকেয়া, নার্সিং ইন্সট্রাক্টর পারুল মন্ডল, সিনিয়র স্টাফ নার্স আব্দুর রশিদ, নাজমুল হুদা, সানি প্রমুখ। বক্তারা জানান, নার্সিং অধিদপ্তরের শীর্ষপদগুলো নন—নার্সদের হাতে থাকায় নার্সদের অবমূল্যায়ন ও শোষণ হচ্ছে।


বক্তারা আরও বলেন, মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের পেশাকে হেয় করেছেন এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা তার পদত্যাগ ও শাস্তির দাবি জানান। পাশাপাশি নার্সদের জন্য বিশেষ বিসিএস চালুরও আহ্বান জানান।
পরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর হাসপাতাল সড়ক হয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শেষে সদর হাসপাতালে ফিরে আসে। এই আন্দোলনে শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর মাকসুরা নুর তার এক বক্তব্যে নার্সদের পেশাকে হেয় করে তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদানের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে উল্লেখ করেন, যা সারাদেশে নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

নার্সদের ‘কটূক্তি’ প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি

আপলোড টাইম : ০৭:০০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের মন্তব্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে চুয়াডাঙ্গায় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও সিনিয়র স্টাফ নার্সদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাকসুরা নূরের পদত্যাগ দাবি করা হয়।
মানববন্ধনে নার্সরা উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের অধিদপ্তরের শীর্ষ পদে নিয়োগ দেওয়ার দাবি জানান। তাদের অভিযোগ, নার্সদের দাবিগুলোকে উপেক্ষা করে আবারও ১২ সেপ্টেম্বর একজন নন—নার্সকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ফরিদা ইয়ামিন, নার্সিং সুপারভাইজার রোকেয়া, নার্সিং ইন্সট্রাক্টর পারুল মন্ডল, সিনিয়র স্টাফ নার্স আব্দুর রশিদ, নাজমুল হুদা, সানি প্রমুখ। বক্তারা জানান, নার্সিং অধিদপ্তরের শীর্ষপদগুলো নন—নার্সদের হাতে থাকায় নার্সদের অবমূল্যায়ন ও শোষণ হচ্ছে।


বক্তারা আরও বলেন, মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের পেশাকে হেয় করেছেন এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা তার পদত্যাগ ও শাস্তির দাবি জানান। পাশাপাশি নার্সদের জন্য বিশেষ বিসিএস চালুরও আহ্বান জানান।
পরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর হাসপাতাল সড়ক হয়ে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন শেষে সদর হাসপাতালে ফিরে আসে। এই আন্দোলনে শতাধিক নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর মাকসুরা নুর তার এক বক্তব্যে নার্সদের পেশাকে হেয় করে তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদানের সিদ্ধান্তকে ‘ভুল’ বলে উল্লেখ করেন, যা সারাদেশে নার্সদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।