আলমডাঙ্গায় জামায়াতের ইউনিট সভাপতি সমাবেশ
- আপলোড টাইম : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাতটায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। উপজেলা জামায়াতের তারবিয়্যাত সেক্রেটারি মো. বিলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সংগঠন সম্প্রসারণ ও মজবুত করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমাদের ছাত্র ও যুবকরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। পতিত স্বৈরাচারী সরকার পালানোর আগে আমাদের হাজার হাজার ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করে, যার ফলে বহু ছাত্র আহত হয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করেছে। আমরা সাধ্য অনুযায়ী সেইসব শহীদ ও আহত ভাইদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. দারুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. ইউসুফ আলী মাস্টার, উপজেলা সেক্রেটারি মো. মামুন রেজা, সহকারী সেক্রেটারি প্রভাষক মো. শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি মো. তরিকুল ইসলাম, শ্রমিক নেতা মো. রফিকুল ইসলাম, ওলামা বিভাগের সেক্রেটারি মো. জামিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন আমির মো. শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন আমির মো. আসাদুল হক, বেলগাছি ইউনিয়ন সভাপতি মো. আমান উদ্দিন, জামজামি ইউনিয়ন আমির মো. ফজলুর রহমান, নাগদাহ ইউনিয়ন আমির মো. আবদুল কাদির, জেহালা ইউনিয়ন আমির মো. আবদুল আজিজ, খাসকররা ইউনিয়ন সভাপতি মো. হারুন অর রশিদ, ডাউকি ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুস সালাম এবং ইউনিয়ন সেক্রেটারিগণ ও ইউনিটের সভাপতিগণ।